পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মাতিউ, অষ্টাবি-শতি অধ্যায়. ই তথ্বীন তাহারা পুচিীন লোকের সঙ্গে সভা করিয়া মন্ত্ৰণ করিলেক, পরে তাহার সেনাগণেরদিগকে যথেষ্ট তঙ্ক দিয়া কহিল, ১৩ তোমরা বল, যে তাহার শিষ্যগণ রাত্তি সময়ে তাসিয়া আমরা নিদু করিতে ২ তাহকে হরণ করিয়া লইয়। গেল, - ১৪ এবং এই কথা যদি রাজ্য কৰ্ত্তার শুকণে আইসে,তবে আমরা তাহাকে বুঝাইয়া তোমারদের রক্ষা করি ব ১৫ অতএব তাহারা সেই তঙ্ক গ্রহণ করিয়া যেমত শিক্ষিত হইল, সেই মত করিল ; এবং সেই কথা য়াহুদী লোকের মধ্যে আজি পৰ্যন্ত সচরাচর আছে. ১৬ তখন এগারটা শিষ্য য়িস্তর নিরূপিত এক পৰ্ব্বতে গালিলি দেশে চলিয়া গেল. ১৭ পরে তাহার। তাহাকে দেখিয় তাহার ভজনা করিল; কিন্তু কাহার ২ সন্দেহ ছিল, ১৮ তখন য়িস্ত আসিয় তাহারদিগকে শুনাইয়। কহিলেন,যে স্বর্গেতে ও পৃথিবীতে সকল সাধ্য আমাকে দেওয়া গিয়াছে, ১১ অতএব, তোমরা যাইয়া সকল দেশের লোকের দিগকে পিতার পুত্রের ও ধৰ্ম্মাত্মার নামেতে বাপ্টাইজ করিয়া ং ৩ যে কিছু আমি তোমারদিগকে অজ্ঞ করিয়াছি, সে সকল পালন করিতে তাহারদিগকে শিখাইয়) শিয্য করহ : এবং দেখ জগতের শেষ পর্যন্তই অামি সতত তোমারদের সঙ্গে আছি ।