পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গল সমাচার য়োহন রচিত।-- পুথম অধ্যায় । পুখমেতে বাক্য ছিলেন, ও সে বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং সেই বাক্যই ঈশ্বর। ই তিনিই প্রথমে ঈশ্বরের সহিত ছিলেন । ৩ সকল বস্তু তাহা হইতে সৃষ্ট হইয়াছিল, এবং তাঁহী ব্যতিরেকে কোন বস্তুর সৃষ্টি হয় নাই। ৪ তাহতে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যের দীপ্তি। ৫ এবং সেই দীপ্তি অন্ধকারের মধ্যে প্রকাশমান ছিল, কিন্তু অন্ধকার তাহাকে অবধারণ করিল না । ৬ মোহন নামে এক মনুষ্য ঈশ্বর হইতে পুেরিত ছিল। ৭ সে সেই দীপ্তির বিষয়ে প্রমাণ দিতে সাক্ষী হইয়া আইল, সকল লোক যেন তাহ দিয়া বিশ্বাস করে । ৮ সে সেই দীপ্তি ছিল না, কিন্তু দীপ্তির বিষয়ে পুরাণ দিতে প্রেরিত হইয়াছিল। ১ প্রকৃত দীপ্তি তিনিই যিনি জগৎপুরিস্ট পুত্যেক মনুষকে দীপ্তি দেন ।