পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, প্রথম অধ্যায়। ২০ সে স্বীকার করিল, এবং অস্বীকৃত ছিল না; কিন্তু স্বীকার করিল, যে আমি খ্ৰীষ্ট নহি । ২১ পরে তাহারণ সুধাইল, তবে তুমি কি আলিহা ? সে বলিল, নছি। তুমি ঐ ভবিষ্যদ্বক্তা ? সে উত্তর করিল, যেন । ২ং তখন ইহারা কহিলেক, তুমি কে বট ? তুমি আপনার কথা বল, যে আমরা অামারদের প্রেরণকৰ্ত্তারদিগকে যাইয়া উত্তর দি। ২৩ সে কহিল, আমি এক জনের রব যে প্রান্তরের মধ্যে চেচাইতেছে, য়িহুহীর পথ সৱল করাহ, যেমত য়িশয়াহা ভবিষ্যদ্বন্ত কহিয়াছিল । ২৪ যে লোক প্রেরিত ছিল তাহারা ফারসী। ২৫ পরে তাহারা জিজ্ঞাসা করিয়া কহিলেক তুমি যদি স্থাষ্ট নহ, অলিহীও নহ, এবং ভবিষ্যদ্বক্তাও নহ, তবে সুনি কেন করাইতে ছ। ২৬ রোহন তাহারদিগকে প্রত্যুত্তর করিয়া কহিল, আমি জলেতে সুনি করাই বটে, কিন্তু এক জন তোমারদের মধ্যে উপস্থিত আছেন, যাহার পরিচয় তোমরা পও নাই ; ২৭ তিনি সেই যে আমার পশ্চাৎ আসিয়া অামা হইতে শ্রেষ্ঠ হইলেন, যাহার জুতার বন্ধন খুলিতে আমি যোগ্য নহি । ২৮ এ সকল কথা বীতাকারায় য়িদিনের ওপারে হইয়াছিল, যেখানে রোহন সুনি করাইতেছিল । ২১ পর দিবস য়িস্তকে আপনার নিকটে আসিতে দেখিয়া রোহন বলিল, এই দেথ ঈশ্বরের পাঠ, যিনি জগডের পাপ । উঠাইয় লইয়া যান ।