পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়ে হন, প্রথম অধ্যায়। ৩s এই তিনি যাহার কথা আমি কছিলাম, আমার পশ্চাৎ এক জন আদিতেছেন যিনি আমা হইতে শ্রেষ্ঠ হইয়াছেন, কেননা তিনি আমার পূৰ্বে ছিলেন। ৩১ এবং আমি তাহকে জানিলাম না, কিন্তু য়িশরাল পুতি তিনি যেন ব্যক্ত হন, এই জন্যে আমি জলেতে সুনি করাইতে আসিয়াছি। ৩২ এবং য়োহন প্রমাণ দিল, যে আমি আমাকে কবুতরের ন্যায় স্বৰ্গ হইতে নামিতে দেখিয়াছি, পরে তিনি তাহার উপর বসিয়া থাকিলেন । ৩৩ অামি তাহীকে জানিলাম না, কিন্তু আমাকে জলেন্তে স্বান করাইতে যিনি পাঠাইলেন তিনি আমাকে কহিলেন, যাহার উপর তুমি আত্মাকে নামিতে ও রহিতে দেখিবা ও তিনিই যিনি ধৰ্ম্মাত্মায় স্থান করাইতেছেন। ৩৪ এবং আমি দেখিলাম ও প্রমাণ দিতেছি যে তিনিই ঈশ্বরের পুত্ৰ । ৩৫ তাহার পরদিবসে য়োহন পুনৰ্বারআপন দুই জন শিষ্যের সহিত দাড়াইয়াছিল । ৩৬ ইহাতে য়িস্তকে ফিরিতে দেখিয়া সে কহিল, এই দেখ ঈশ্বরের পাঠা । - ৩৭ এবং সে দুই শিয্য তাহার কথা শুনিলেক, এবং য়িস্তর পশ্চাৎ চলিলেক । - - ৩৮ তখন য়িত্ত মুখ ফিরাইয় তাহারদিগকে পশ্চাৎ আসিতে দেখিয়া কহিলেন, তোমরা কি অন্বেষণ করহ। তাহার বলিল, রান্ধি, অর্থাৎ গুরু, আপনি কোথায় থাকেন।