পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, প্রথম অধ্যায়। ৩১ তিনি তাহারদিগকে কহিলেন, আইস দেখসিয়া; তাহারা গেল, এবং তাহার নিবাস স্থান দেখিল । পরে তিন পুস্থর বেলা গত হওয়াতে সে দিবস তাহার সঙ্গে থাকিল । ৪০ এই দুই জন যাহারা য়োহনের কথা শুনিয় তাহার পশ্চাৎ গিয়া ছিল, তাহার এক জন শীমন পিতরের ভাই অনিদ্র। ৪১ সেই প্রথমে আপন ভাই শীমনের সাক্ষাৎ পাইয় তাহাকে বলিল, আমরা মশাহার দেখা পাইলাম, তাহার অর্থ খ্ৰীষ্ট। ৪ং এবং সে তাহাকেয়িত্তর নিকটে অনিলেক, ওয়িত্ত তাহাকে স্থির দৃষ্টি করিয়া কহিলেন, তুমি শীমন য়োনার পুত্ৰ, তোমার নাম হইবে কাইফ, ইহার অর্থ পাতর। ৪৩ তাহার পর দিবসে য়িস্ত গালিলিতে যাইতে ইচ্ছা করিলেন, এবং ফিলিপের দেখা পাইয় তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস । ৪3 ফিলিপ বাৎসীদার নিবাসী সে আন্দ্রে ও পিতরের নগর ৪৫ ফিলিপ নতানালের দেথ পাইয় তাহাকে কহিল, ব্যবস্থার গ্ৰন্থ যাহার প্রসঙ্গ মুশা এবং ভবিষ্যদ্বক্তারা লিথিয়াছিল, তাহার সন্তাৎ আমরা পাইয়াছি; সে য়িস্ত নাজরেতী যুশফের পুত্ৰ। ৪১ নতানাল তাহাকে কহিল, নাজরেত হইতে কি কোন উত্তম বস্তু আসিতে পারে? ফিলিপ বলিল, আইস দেখসিয়া। ৪৭ খ্রিস্তু নতানালকে আপনার নিকটে আসিতে দেথিয় তাহার যিয়ে কহিতে লাগিলেন, দেখ এক জন য়িশরালী নিতান্ত যাহাতে কুটিলতা নাই।