পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পুথম অধ্যায় ৪৮ নতুনল তাহাকে কহিল, আমাকে কি রূপে জানহঃ য়িস্তু উত্তর দিয়া তাহাকে বলিলেন, যখন ফিলিপ তোমাকে না ডাকি য়াছিল, তাহার পূৰ্বে যখন তুমি আঞ্জার বৃক্ষের তলে ছিল, তখন আমি তোমাকে দেথিয়ছিলাম। ৪১ নতানাল পুতু্যত্তর করিয়া কহিল, হে রাৰ্বি, আপনি ঈশ্বরের পুত্ৰ বটেন, আপনিই য়িশরালের রাজা । ৫০ য়িস্ত তাহাকে উত্তর দিয়া কহিলেন এই, যে আমি কহিলাম যে তোমাকে আঞ্জীর গাছের তলে দেখিয়াছিলাম, ইহার কারণ না কি তুমি পুত্যয় করিতেছ, ইহা হইতে আর বড় আশ্চৰ্য্য দেখিব । ৫১ পরে তিনি কহিলেন, সত্যই আমি তোমারদিগকে কহিতেছি, যে এ কাল পরে তোমরা স্বৰ্গ মেলা যাইতে এবং মনুষের পুত্রের উপরে ঈশ্বরের দূতগণ উঠিতে ও নামিতে দেখিবা। দ্বিতীয় অধ্যায়। তৃতীয় দিবসে গালিলির কানায় এক বিবাহ উপস্থিত হইল ; তাহাতে য়িস্তর মাতা সেখানে ছিল । ং এবং সে বিবাহেতে য়িত্ত ও তাঁহার শিষ্যগণ দুয়ের নিমন্ত্রণ হইয়াছিল। ৩ পরে দুক্ষি রসের ত্রুটি হইলে,য়িত্তর মাত তাহাকে কহিল, ইহারদের দুক্ষি রস নাই। ৪ খ্রিস্ত তাহাকে কছিলেন, হে নারি, তোমার সহিত আমার বিষয় কি ? আমার সময় এখন উপস্থিত হয় নাই। ৫ তাহীর মাতা ভূত্যের দিগকে কহিল, যে ইনি তোমারদিগকে যাহা বলেন তাহা করিও