পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, চতুর্থ অধ্যায়- o ৮ পুনশ্চ শয়তান তাহাকে অতি উচ্চ পৰ্ব্বতের উপর লইয়। গিয়া তাহাকে জগতের সমস্ত রাজ্য ও তাহারদের ঐশ্বর্য দেখাইল, ৯ এবং তাহাকে কছিল যদি তুমি ভূমিতে পড়িয়া আমাকে ভজনা করিব। তবে আমি এসকল তোমাকে দিব ১০ তখন য়িস্ত তাহাকে কহিলেন দূর যাও শয়তান লেখা আছে যে তুমি আপন প্রভু ঈশ্বরকে ভজনা করিবা এব• তাহারি সেবা করিব কেবল, ১ ১ তখন শয়তান তাহাকে ছাড়িয়াগেল পরে দেখ স্বৰ্গীয় দূতগণ আসিয়া তাহার সেবা করিতে লাগিল, ১ং অনন্তর যখন য়িস্ত শুনিয়াছিলেন যে য়োহন কারাগারেতে রাখা গিয়াছে তিনি গালিলিতে চলিয় গেলেন: ১ ও পরে নজরেত ছাড়িয়া তিনি কক্ররনহমে আসিয়া বাস করিলেন তাহ সমূদ্রের তটে জবুলন ও নপ্তলীমের সীমানাতে : ১৪ তাহাতে সেই যেন পূর্ণ হয় যে য়িশাইহা ভবিষ্য দ্বক্ত হইতে উক্ত ছিল, ১৫ যে জবলন দেশ ও নপ্তলীম দেশ সমুদের পথ দিয়া য়িদানের অন্য পার ভিন্নদেশিরদের গালিলি; ১৬ যে লোক অন্ধকারে বসিয়া থাকিত সে লোক মহা আলো দেখিয়াছে ও যাহারা মৃত্যুর দেশ ও ছায়াতে বসিয়া ছিল তাহারদের পুতি দীপ্তি উদিত হইয়াছে, ১৭ সে কাল হইতে য়িস্ত প্রচার করিয়া কহিতে আরম্ভ করিলেন যে মন ফিরাও কেননা স্বর্গের রাজ্য সমীপে আছে