পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দ্বিতীয় অধ্যায় । জগতের মধ্যে প্রেরণ করিলেন না, কিন্তু তাহীর ছায় জগতের নিস্তার যেন হয় । ১৮ যে জন তাহার উপর বিশ্বাস করে, সে দণ্ড পাত্র হইবে না; কিন্তু যে বিশ্বাস না করে সে এথনি দণ্ড পাত্র হইয়াহে, স্থি জন্যে না সে ঈশ্বরের একটি ঔরল পুলের নামে বিশ্বাস করে নাই । ১১ এবং দোয়ের নিশ্চয় এই, যে জগতের মধ্যে দীপ্তি আলিয়াছে, কিন্তু মনুষ্যেরদের ক্রিয় মন, এই কারণ তাহার দীপ্তি হইতে অন্ধ স্থারকে ভালবাসে । ২০ কেননা যে কেহ মন্দ করে সে দীপ্তির প্রতি মন্দবালে, এবং তাহার নিকটে আইসেও না যে কি জানি আপন ব্যবহার দূষিত ৰণ হয় । ২১ কিন্তু যে সৎকৰ্ম্ম করে সে দীপ্তির নিকটে আইসে, যে আপন ক্রিয় ঈশ্বরেতে করা গিয়াছে তাহ যেন ব্যক্ত হয়। ২ং এই কথার পরে রিস্ত আপিন শিষ্যেরদের সহিত রক্তা দেশে আইলেন, এবং তাহারদের সঙ্গে সেখানে তিষ্ঠিলেন ও স্বান করাইলেন। ২৩ এবং সালমের নিকটবৰ্ত্তীর্ণ ঈননে অনেক জল হইলে য়োহন সেখানে সুনি করাইতেছিলেন, এবং লোক সকল আসিয়া স্বান করিল। ২৪ কেননা তখন য়োহন কারাগারে ফেলা যায় নাই । ২৫ পরে শৌচ ক্রিয়ার বিষয়ে য়োহনের শিষ্যেতে এবয়হুদী লোকেতে এক কথার বাদানুবাদ উপস্থিত হইল। ২৬ তাহাতে য়োহনের স্থানে যাইয়া তাহাকে বলিল, হে রীরি, দেখ ঐ যে য়িদিনেরও পার আপনকার সহিত ছিল, যাহার বিষয়ে আপনি প্রমাণ দিলেন, সেইও সুনি করাইতেছে, এবং সকল লোক তাহার নিকটে আইসে