পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, চত্তথ অধ্যায়। ং তথাচ য়িশু আপনি স্বান করাইতেন না, কিন্তু তাহার শিষ্যেরা কেবল ; ৩ তখন য়হুদা দেশ ছাড়িয়া তিনি গালিলিতে পুনরায় গেলেন। ৪ এবং তাহার শমরণ দেশ হইয়া যাওনের আবশ্যক ছিল। ৫ ইহাতে তিনি শিখার নামে সমরণের এক নগরে পৌছিলেন, সে ভূমির নিকট যাহা য়াকুব আপন পুত্র যুশফকে দিয়াছিলেন। ৬ সেখানে য়াকুবের কূপ ছিল, অতএব য়িত্ত পথশ্রান্ত হইয়া কুপের পাশ্বে আমনি বসিয়া রহিলেন; সময় দুই পুহর বেলা হইল । ৭ ইহাতে একজন শমরণী স্ত্রীলোক জল উঠাইতে আইল ; য়িন্ত তাহাকে কহিলেন, আমাকে পান করিতে দেও। ৮ কেননা তাহার শিষ্যেরা ভক্ষ্য দুবং কিনিতে নগরে গিয়াছিল। ১ তখন সে সমরণী স্ত্রীলোক তাহীকে বলিল, তুমিতে য়হুদী ও আমি শমরণী স্ত্রী ইহাতে কি আমার স্থানে পানি চাহ, এ কেমন কথা? কেননা য়হুদী লোক শমরণীরদের সহিত কোন স্ব্যবহার করে না । ১০ য়িস্ত পুতু্যত্তর করিয়া তাঁহাকে কহিলেন, তুমি যদি ঈশ্বরের । দান জানিতা, এবং তোমাকে যে কহিতেছে আমাকে পান করিতে দেও সে কেট তাহাও জ্ঞাত হইতা, তবে তাহার ঠাই তুমি যাচুঞা করিতা, এবং তিনি তোমাকে অমৃত জল দিতেন। ১১ সে স্ত্রীলোক তাহাকে কহিল, হে মহাশয় আপনকার কাছে জল উঠাইবার কোন পত্র নাই, এবং কুপ আছে গম্ভীর , । সে অমৃত জল আপনি কোথা হইতে পাইলেন।