পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, চত্তথ অধ্যায়। ২ং তোমরা কাহার পূজা কর তাঁহা তোমরা জানহ না; আমরা যাহাকে পূজা করি তাহাকে জানি, কেননা য়হুদীরদিগহইতেই পরিত্ৰাণ । - ২৩ কিন্তু সেই কাল আসিতেছে, এবং এখনও আছে, যখন সত্য পূজকের আত্মাতে এবং সত্যেতে পিতাকে পূজা করিবেক, কেননা পিতা আপন ভজন কারণ এমতেরদিগকে পুয়াস করেন। ২s ঈশ্বর আছেন আত্মা, এবং তাহার পূজকেরদিগকে তাহাকে আত্মাতে ও সত্যেতে পূজা করিতে আবশ্যক আছে। ২৫ সে স্ত্রীলোক তাহীকে বলিল, আমি জানি যে মসীহা অসিতেছেন, খ্ৰীষ্ট যাকে বলে; তিনি যখন আসিবেন তখন তিনি অামারদিগকে সকল কথা কহিবেন । ২৬ য়িত্ত তাহাকে বলিলেন, আমি যে তোমার সহিত কথা কহিতেছি আমি সেই ৷ ২৭ ইতোমধ্যে তাহার শিস্যেরা আইল, এবং আশ্চৰ্য্য জ্ঞান করিল যে তিনি সে স্ত্রীলোকের সহিত কথোপকথন করিতেছেন ; তত্ৰাপি কেহ কহিল না, যে আপনি কি পুয়াস করেন, কিম্বা কি জন্যে তাহার সহিত কথা বাৰ্ত্ত করিতেছেন ? - ২৮ তখন সে স্ত্রীলোক আপন কলসী রাথিয়া নগরে গিয়া পুরুষেরদিগকে বলিতে লাগিল, - ২৯ যে আইস, এক মানুষকে দেখসিয়া যে কিছু আমি কোন সময়ে করিয়াছি তাহা তিনি আমাকে সকলি কহিলেন তিনি কি খ্ৰীষ্ট নহেন ? ৩১ তখন তাহারা নগর হইতে বাহিরাইয় তাহার নিকটে আইল । ৩১ ইত্যবসরে তাহার শিষ্যেরা তহিকে কাকুতি করিতে লাগিল, যে হে গুরো আপনি ভোজন করুণ ।