পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহল, চন্তর্থ অধ্যায়। ৪১ পরে আপন নিজ কথার নিমিত্তে আরং অনেকে প্রত্যয় করিল, ৪ং এবং সে স্ত্রীকে বলিল, এখন আমরা প্রত্যয় করি, কিন্তু তোমার বচনের কারণ তাহ নয়, কেননা আমরা আপনারাই তাহার কথা শুনিয়াছি, এবং জানি যে তিনি গ্রীষ্ট জগতের উদ্ধারকর্তা নিতান্ত । ৪৩ তবে দুই দিবস পরে তিনি সেখানহইতে গুস্থান করিয়া গালিলিতে গেলেন ; ৪৪ কেননা য়িস্ত আপনি প্রমাণ দিলেন, যে আপন স্বদেশে ভবিষ্যদ্বক্তার সgম হয় না। ৪ গাগিলিতে আইলে পর গালিলির তাহাকে গ্রহণ করিল, কেননা যে সকল ক্রিয়া তিনি পৰ্ব সময়ে য়িরোশলমে করিয়াছিলেন তাহা তাহারা দেখিয়াছিল, কেননা তাহারাও পর্বে গিয়াছিল। ৪৬ অতএব য়িস্ত গালিলির কানায় পুনৰ্বার আইলেন, যেখানে জলকে দ্রাক্ষ রস করিয়াছিলেন এবং সে সময়ে এক মহৎ লোক ছিল, যাহার পুত্ৰ কফরনহমে ব্যাধিগ্রস্ত ছিল। ৪৭ সে যখন শুনিলেক যে য়িস্তু য়হুদা দেশ হইতে গালিলিতে আসিয়াছেন, তখন তাহার স্থানে যাইয় তাহাকে পুথিনা করিলেক, যে আপনি নামিয়া গিয়া আমার পুত্রকে সুস্থ করুণ, কেননা তাহার আসন্নকাল উপস্থিত হইল । ৪৮ তখন য়িত্ত তাঁহাকে কহিলেন, তোমরা চিহ্ন এবং আশ্চর্য কৰ্ম্ম না দেখিয়া প্রত্যয় করিব না। ৪১ সে মহৎ লোক তাহাকে বলিল, হে মহাশয় আমার পুত্রের প্রাণ থাকিতেই আইসুন। ৫০ য়িত্ব তাছাকে কহিলেন, যাও, তোমার পুত্র বঁাচিল; এবং