পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চম অধ্যায়। সে মনুষ্য যে কথা য়িত্ত তাহাকে বলিয়াছিলেন তাহ পুত্যয় করিয়া চলিয়া গেল । ৫১ পথে যাইতেই তাহার ভূত্যেরা তাহার সহিত সাক্ষাৎ গাইয় তাহাকে কহিল, তোমার পুত্র বঁচিয়াছে। ৫ং তখন সে তাহারদিগকে জিজ্ঞাসা করিল, যে কোন সময় হইতে সে সুস্থ হইতে লাগিল? তাহারা বলিল, কলং দুই পুহর অড়িাই দণ্ডের সময়ে জ্বর তাহাকে ছাড়িয়া দিল । ৫৩ অতএব পিতা জানিল সেই দণ্ডেই য়িওঁ তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাচিল, এবং আপনি স্বপরিবার শুদ্ধা বিশ্বাস করিল। ৫৪ খ্রিস্তু য়হুদা দেশ হইতে গালিলিতে আসিয়া যে আশ্চর্য্য ক্রিয়া করিলেন তাহার দ্বিতীয় এই ৷ - পঞ্চম অধ্যায় । ইহার পরে য়হুদীরদের এক পৰ্ব ছিল, তাহাতে য়িস্তু য়িরোশলমে গেলেন । ২ য়িরোশলমের মেষবাজারের নিকটে পাঁচ ঘাটী একটা পুষ্করিণী আছে, তাহার নাম এন্ত্রী ভাষাতে বীতথেসদ । ৩ সেই ঘাটে জলের লড়ন অপেক্ষাতে অন্ধ, গোড়া, ক্ষীণাদি বিস্তুর অবশ লোকেরা থাকে। - ৪ সে কি জন্য না নিরূপিত সময়ে এক স্বর্গদূত সে পুষ্করিণীতে নামিয়া জল লড়াইতেন, জল লড়নের পরে যে কেহ প্রথমে নামিয়া জলে পুবেশ করে সে সুস্থ হয়, তাহার কোন রোগ হয় না কেন । - ৫ সেখানে এক জন ছিল, যাহার একটা রোগ আটত্রিশ বৎসরাবধি হইয়াছে। - o