পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়ে হল, ষষ্ঠ অধ্যায়। ৪৬ কিন্তু তাহাকে যদি বিশ্বাস করিতা, তবে আমাকেও বিশ্বাস করিত ; কিজন না সে আমার বিষয়ে লিথিল । ৪৭ কিন্তু যদি তাহার কথায় তোমরা প্রত্যয় না কর, তৰে আমার কথায় কিরূপে পুত্যয় করিবার - ষষ্ঠ অধ্যায় ! এ সকল কথার পরে য়িস্ত গালিলির সাগর পার হইলেন, সে তিবেরী সাগর আছে । ২ এবং ব্যাধি লোকের উপর যে আশ্চৰ্য্য ক্রিয় তিনি করিয়াছিলেন, তাহ দেখিয়া বড় লোকারণ তাহার পশ্চাৎ গেল । ও পরে য়িম্ভ পৰ্বতের উপর গমন করিয়া, আপন শিষ্যেরদের সহিত তথায় বসিলেন । - ৪ এবং পেশাক্ষ নামে য়হুদী লোকের একটা পৰ্ব সন্নিক হইল । ৫ অতএব য়িত্ত চক্ষু উঠাইয়া মহালোকারণ্য আপন নিকটে আসিতে দেগিয়া, ফিলিপকে কহিতেছেন, ইহারদের ভোজন কারণ আমরা কোথাহইতে রুটী কিনিব ? ৬ কিন্তু ইহা তিনি কহিলেন তাহার পরিক্ষার নিমিত্তে, কেননা আপনি যে কৰ্ম্ম করিতে স্থির করিয়াছিলেন তাহা তিনি জানিলেন। ৭ ফিলিপ উত্তর দিল, যে ইহারদের কারণ যদিত্ব পুত্যেক জন কিঞ্চিৎ লয়, তবু এক শত কাহনের রুট হইলেও পুতুল হইবেক না । - ৮ তাহার এক জন শিষ্য আভ্র শীমন পিতরের ভাই বলিল, ১ এক চেঙ্গড়া এখানে আছে, তাহার স্থানে পাচটা যবের