পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায় । রুটী, এবং দুইটা ছোট মৎস্য আছে, কিন্তু এত লোকের মধ্যে ইহাতে কি হইবে ? - ১০ পরে য়িত্ত কহিলেন, মনুষ্যেরদিগকে বসাইয়া দেও; সেস্থানে বিস্তুর স্বাস ছিল। অতএব সে পুরুষের ভূমিতে বসিল, তাহারদের গণনা নুনাতিরেক সহসুপাচেক জন ছিল। ১১ তাহার পরে য়িস্তু সেই রুটী লইলেন, এবং স্তব করিয়া শিষ্যেরদিগকে বাটিয়া দিলেন, এব" শিষ্যের সেই উপবিষ্ট লোকের দিগকে বণ্টন করিলেক, এবং মৎস্যও যত তাহারা ইচ্ছা করিল। ১২ পরে তাহারদের উদর পূর্ণ হইলে তিনি আপন শিষ্যেরদিগকে কহিলেন, অবশিষ্ট বক্ৰী গুড়াগাড়া সকল কুড়াইয়া একত্র কর, যেন কিছু ক্ষতি না হয়। ১৩ অতএব তাহারা সমস্ত একত্র করিল, এব- সে পীচ যব কটীর গুড়াগাড়া সেই ভুক্তলোকের ভোজন পরে যে উদ্বত্ত্ব থাকিল তাহ দিয়া দ্বাদশ ডালা পূর্ণ করিল। ১৪ অতএব সে মনুষ্যেরা যখন য়িত্তর এই কৃত আশ্চৰ্য্য দেখিল, তখন তাহারা বলিতে লাগিল, যে অবশ্য ইনি সেই ভবিষ্যদ্বক্তা, যাহার জগতে আসিবার অপেক্ষ ছিল। ১৫ অতএব য়িস্ত যথন দেখিলেন, যে তাহারা আপনাকে স্বরিয়া লইয়। রাজা করিতে উদ্যত আছে, তখন তিনি পুনরায় একাকী হইয়া পৰ্বতে গমন করিলেন । ১৬ পরে অস্তকাল হইলে তাহার শিষ্যেরা সমুদ্রে যাইয় উত্তরিল ৷ ১৭ এবং নৌকায় চড়িয়া কফরনহমেরদিগে পার যাইতে লাগিল; ইহাতে অন্ধকার হইল, এবং য়িস্তু তাহারদের নিকটে তখন আইসেন নাই । -