পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায়। ১৮ গরে মহাবভাস হইলে সমুদ্রের ঢেউ উঠিতে লাগিল । ১৯ এমত ক্রোশ ডেড়েক দুই ক্রোশ কিনারাহইতে বহিয়া গেলে, তাহারা য়িস্তকে সমুল্লুের উপর হাটিয়া নৌকার নিকটে আসিতে দেথিয় শঙ্কিত হইল। ২০ কিন্তু তিনি কহিলেন, আমি আছি, ভয় করিও না । ২১ তখন তাহারা অনদিত হইয় তাহীকে নৌকায় চড়াইয় লইল, এবং যে ভূমিতে তাহারা যাইতেছিল সেই ভূমিতে নৌকা তৎক্ষণাৎ উপস্থিত হইল। ২ং পর দিবস যে লোক সমুদ্রের এ পারে থাকিল, সে যখন দেথিল যে তথাতে আর কোন নৌকা নাই তাহ ব্যতিরেক যাহাতে তাহার শিষ্যেয়ণ চড়িয়ছিল, এবং যে য়িস্ত আপন শিষ্যেরদের সঙ্গে নৌকাতে যান নাই, কিন্তু কেবল তাহার শিষ্যেরা গিয়াছিল। ২৩ তত্ৰাপি প্রভূর স্তব করণ পরে যেখানে তাহারা রুটী থাইয়াছিল সে স্থানের সমীপে আরং নৌকা তিবেরীহইতে আসিয়াছে। ২৪ অতএব সে লোকেরা, যখন দেথিল যে য়িস্তু আপনি সেখানে নাই এবং তাহার শিষ্যেরাও নাই, তাহারাও নৌকাতে চড়িয়া য়িস্তর আম্বেষণে কফরনহমে গেল । ২৫ এবং সমুদ্রের অন্য পারে তাহার সাক্ষাৎ পাইয় তাহাকে বলিতে লাগিল, যে হে রাত্ত্বি, আপনি এখানে কখন আইলেন ? ২৬ য়িশু তাহারদিগকে উত্তর করিয়া কহিলেন, সত্যং অমি কহি ভোমারদিগকে, তোমরা ঐ আশ্চৰ্য্য দেথিতে আমার অন্বেষণ করছ না, কিন্তু রুটী খাইয়া পরিতৃপ্ত হইয়াছিল। ইহার জন্য ।