পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায়। ৩৭ পিতা যে সকল আমাকে দেন সে সকল আমার স্থানে আসিবেই, এবং যে কেহ আমার স্থানে আইসে তাহাকে আমি কোনক্রমে ত্যাগ করিব না । ৩৮ কেননা আমি স্বৰ্গহইতে নামিয়া আপন ইচ্ছা পূর্ণ করিতে আইলাম না, কিন্তু আমার প্রেরণকৰ্ত্তার ইচ্ছা । ৩১ এবং আমার পিতা যিনি আমাকে পাঠাইলেন, তাহার ইচ্ছ। এই যে সকল তিনি আমাকে দিয়াছেন তাহাতে আমার কিছু ক্ষতি না হয়, কিন্তু শেষ দিনে আমি তাছাকে যেন আরবার উঠাই ৷ ৪০ এবং আমাকে যিনি প্রেরণ করিলেন তাহার ইচ্ছাও এই, পুত্যেক জন যে পুত্রকে দেখে ও বিশ্বাস করে তাহার অনন্ত জীবন পুপ্তি যেন হয়, এবং শেষ দিনে আমি তাহাকে পুনশ্চ উঠাইব । - - ৪১ তবে য়হুদীরা তাহার পুতি কচং করিতে লাগিল; যে তিনি কহিয়াছিলেন, আমি সে রুটী যে স্বৰ্গহইতে আইল । ৪২ এবং তাহারা বলিতে লাগিল, এইতো যুশফের পুত্র য়িস্ত না কি, যাহার পিতা মাতাকে আমরা জানি, তবে কেমন করিয়া বলিতেছে যে আমি স্বৰ্গহইতে নামিয় আইলাম ? ৪৩ অতএব য়িস্তু উত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, তাপনারদের মধ্যে কচং করিও না । ৪৪ অামার প্রেরণকৰ্ত্ত পিতাহইতে আকৰ্ষিত না হইলে কোন মনুষ্য আমার স্থানে আসিতে পরিবেক না, এবং সেই জনকে আমি শেয দিনে উঠাইয়া দিব । ৪৫ ভবিষ্যদ্বক্তার গ্রন্থে লেখা আছে যে তাহারা সকলেই ঈশ্বরের শিক্ষিত হইবে ; অতএব পুতি মনুষ্য যে পিতার স্থানে শ্রুতি করিয়াছে ও শিক্ষিত হইয়াছে সে আমার কাছে আইসে।