পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায়। ৫৭ যেমত জীবমান পিতা আমাকে পাঠাইয়াছেন, এবং আমি পিতাহইতে জীয়ি, সেই মত আমাকে যে খায় সেই আমাহইতে জীয়িবে | * ৫৮ এই সে রুটী যে স্বৰ্গহইতে নামিয়া অইল, যেমত তোমারদের পিত্র মান্ন থাইয়া মরিল, সেই মত নহে; এই রুট যে থায়, সে নিত্য জীবী হইবে । ৫১ এ কথা তিনি শিনগণের মধ্যে কহিলেন, যাবৎ কফরনহমে শিক্ষা ইতেছিলেন । ৬০ অতএব তাহার অনেক শিষ্য ইহাই শুনিয়া কহিতে লাগিল, যে এইতো কঠিন কথা, তাহ কেটা শুনিতে পারে ? ৬১ য়িস্ত আপিন শিষ্যেরদের এ বিষয়ের কচকচি অন্তর্জাত হইয় তাহারদিগকে কহিলেন, তোমরা ইহাতে না কি ঠেষ থাইল ? ৬২ তবে কি আপন পূৰ্ব স্থানে যাইতে যদিস্যাৎ মনুষ্যপুত্রের উদ্ধ গমন দেৰি ? ৬৩ আত্মাই জীবাইতেছে, মাসেতে কিছু ফল নাই; আমি যে কথা তোমারদিগকে কস্থি, সে আত্মা এবং জীবন। ৬৪ কিন্তু তোমারদের কতেক জন আছে, যে পুত্যয় করে না, কেননা য়িস্ত পুথমাবধি জানিলেন, কেং বিশ্বাস করিল, এবং কেট তাহার বিশ্বাস ঘাতক হইবে । ৬৫ পরে তিনি বলিলেন, এ পুর্মুক্ত আমি কহিলাম যে আমার পিতার দেওয়া ব্যতিরেকে কোন মনুষ্য আমার স্থানে আসিতে পরিবেক না । ৬৬ সে অবধি তাহার অনেক শিষ্য ফিরিয়া গেল, এবং তাহার সমিভ্যারে অণর গতি করিল না ।