পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আতিউ, পঞ্চম আধ্যায়. গ্ৰঞ্চম আধ্যায় এবং লোকারণ্য সকল দেখিয় তিনি এক পৰ্ব্বতে গেলেনও বসিলে পরে তাহার শিষ্যেরা তাহার নিকটে আইলঃ ং পরে আপন মুখ থুলিয়া তিনি তাহারদিগকে শিক্ষাইতে লাগিলেন. ৩ যে দরিদাত্মার ধন্য কেননা স্বর্গের রাজ্য তাহারদের আছে. ৪ থিদ্যমানলোকেয়! ধন্য কেননা তাহারণ শান্তন পাইবে, ৫ ক্ষান্ত স্বভাবেরা ধন্য কেননা তাহারা পৃথিবীর আধিকার ভোগ করিবে: * ও ধর্মের গুতি যাহার ক্ষুধিত ও ভূষিত হয় তাহারা ধন্য কেননা তাহারা পরিতৃপ্ত হইবে, ৭ দয়ালু সকল ধন্য কেননা তাহার। দয়া পাইবে. ৮ নিৰ্ম্মলন্তঃকরণ লোকের ধন্য কেনন তাহার ঈশ্বরকে দেহিতে পাইবে, ১ মিলনসায়ীরা ধন্য কেননা তাহারা ঈশ্বরের সন্তান কহণ যাইবে. ১০ ধর্মের হেতু যাহারা তাড়িত হয় সে ধন্য কেননা স্বর্গের রাজ্য তাহারদের. ১১ যখন মনুষ্যেরা আমার গুযুক্তে তোমারদিগকে নিন্দ করে ও তাড়ন করে এবং মিথ্যায় তোমারদের পুতি সকল গুকার মন্দ বলে অর্থন থান্য তোমরা।