পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, সপ্তম অধ্যায়। ৭ জগৎসংসার তোমারদিগকে মন্দ বাসিতে পারে না, কিন্তু আমাকে মন্দ বাসে, কেননা আমি পুমাণ দিতেছি, যে তাহার ক্রিয় মন্দ । ৮ তোমরা এ পর্বে যাও, আমি এখনি এ পৰ্বে যাই না, কেননা আমার সময় অদ্যাপি পূর্ণ হয় নাই । ৯ তিনি তাহারদিগকে এ কথা কহিয়া গালিলিতে রছিলেন। ১০ কিন্তু তাহার ভুতার যখন গিয়াছিল, তখন তিনিও পৰ্বেতে গমন করিলেন, ব্যক্ত রূপে নহে, কিন্তু গোপন রূপে । ১১ পরে য়হুদীরা সে পরে তাহার উদ্দেশ করিতে লাগিল, এবং বলিল, সে কোথায় আছে ? ১২ এবং তাহার বিষয়ে লোকেরদের বিস্তুর বচস হইতে লাগিল; কেহ বলিল, সে ভাল মনুষ্য; আর কেহ বলিল, যে না, কিন্তু লোকেরদিগকে ভুলাইতেছে। ১৩ তত্ৰাপি য়হুদীরদের ভয়েতে কোন মনুষ্য তাহার বিষয়ে স্লষ্ট কথা কহিল না। ১৪ ইহাতে পৰ্বের মধ্য কালে য়িস্তু মন্দিরে গিয়া শিক্ষাইতে লাগিলেন । ১৫ তাহাতে য়হুদীরা আশ্চর্য জ্ঞান করিয়া বলিতে লাগিল, এ মনুষ্য অভ্যাস না করিয়া লেখা পড়া কি রূপে জানে ? ১৬ য়িস্ত উত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, আমার শিক্ষা আমার আপনার নহে, কিন্তু আমাকে যিনি পাঠাইলেন, তাহারি। ১৭ কেননা মনুষ্য যদি তাহার অনুমতি পালন করিতে ইচ্ছা করে, তবে সে জানিবে এ শিক্ষার বিষয় কি তাহা ঈশ্বরহইতে কিম্বা আমি আপন}হইতে কহি । ১৮ যে আপনাহইতে কহে, সে আপনার গৌরব চেষ্টা করে,