পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, সপ্তম অধ্যায়। কহিলেন, তোমরা অামাকেও জান, এবং কোথাহইতে আইলাম, তাহাও জান ; কিন্তু আমি আপনাহইতে ভাসি নাই, এবআমাকে যিনি পাঠাইলেন, তিনি সত্য, তিনি তোমারদের স্থানে অজান । ২১ কিন্তু আমি তাহাকে জানি, কেননা আমি তাঁহাহইতে আছি, এবং তিনি আমাকে প্রেরণ করিলেন । ৩০ তখন তাঁহাকে ধরিতে তাহারণ উদ্যত হইল, কিন্তু তাহার সময় তখন উপস্থিত না হইলে কোন মনুষ্য তাহার উপর হাত দিল না। ৩১ এবং লোকের মধ্যে অনেকে তাহাকে পুত্যয় করিল, ও বলিল, খ্ৰীষ্ট যখন আসিবেন, তখন কি এই মনুষ্যের আশ্চৰ্য্য ক্রিয়াহইতে মহৎ আশ্চর্য্য করিবেন ? ৩২ ফারসীরা শুনিল, যে লোক সকল তাহার বিষয়ে এমত কথা কহে, অতএব তাহারা ও প্রধান যাজকেরা তাহাকে ধরিয়া আনিতে পেয়াদাগণের দিগকে পাঠাইয়া দিলেক । ৩৩ তখন য়িত্ত তাহারদিগকে বলিলেন, এখন কিঞ্চিৎ কাল আমি তোমারদের সহিত আছি, তৎপরে আমি আপন পুেরণকৰ্ত্তার নিকটে যাই। ৩৪ তোমরা আমাকে অন্বেষণ করিব, কিন্তু আমার উদেশ পাইবা না, এবং আমি যেখানে থাকি সেখানে তোমরা যাইতে পারিবা না । ৩৫ তখন য়হুদীরা পরল্পর বলিতে লাগিল, সে কোথায় যাইবে, যে আমরা তাহার উদ্দেশ পাইব না, সে কি পরদেশ. শ্রিত ছড়ানেরদের নিকট যাইয়া পরদেশিরদিগকে শিক্ষাইবে ? ৩৬ এ কি কথা কহিতেছে, তোমরা আমাকে অন্বেষণ করিব, কিন্তু উদেশ পাইবা না, এবং যেখানে আমি থাকি সেখানে তোমরা আসিতে পারিব না।