পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, অষ্টম অধ্যায়। ৪৮ কোন অধ্যক্ষ কিম্ব ফারসী না কি তাহার উপর বিশ্বাস করিয়াছে ? ৪১ কিন্তু এই যে ব্যবস্থা অবিজ্ঞ লোক তাহারণ শাপগুস্ত। ৫s নিকদেমস তাহারদের এক জন, সেই যে রাত্রি কালে খ্রিস্তুর নিকটে গিয়াছিল, সে তাহারদিগকে কহিতে লাগিল । ৫১ তাহার কথা না শুনিলে, এবং ক্রিয় না জানিলে, কি অামারদের ব্যবস্থা কোন মনুষ্যের দোষ বৰ্ত্তীয় ট ৫২ তাহারা পুতু্যত্তর দিয়া তাহাক বলিল কি তুমিও গালিলা বট, তত্ব করিয়া দেখ, যে গালিলীহইতে ভবিষ্যদ্বক্তার উদয় হয় না; অতঃপরে পুতি জন আপনং বাটীতে চলিয়া গেল । অষ্টম অধ্যায় । খ্রিস্ত জিতবৃক্ষ পৰ্বতে গমন করিলেন। ২ এবং রাত্রি পুভাতে তিনি পুনরায় মন্দিরে আইলেন; পরে লোক সকল তাহার নিকট আইলে, তিনি বসিয়া তাহারদিগকে শিক্ষাইতে লাগিলেন। ৩ তৎপরে অধ্যাপকেরা ও ফারসীরা ব্যভিচার ক্রিয়ায় ধৃত এক জন স্ত্রীকে তাহার কাছে আনিল, এবং মধ্যখানে রাথিয়া তাহাকে কহিতে লাগিল, ৪ হে গুরো, এই স্ত্রীলোক ব্যভিচার কৰ্ম্মে পুত্যক্ষ ক্রিয়াতেই ধরা গেল । ৫ ইহাতে মুশ ব্যবস্থাগ্রন্থে আমারদিগকে আজ্ঞা দিয়াছেন, যে এমত লোককে পুস্তুরাঘাতে মারিয়া ফেলিতে হয়, কিন্তু তুমি কি কহিতেছ ঃ ৬ ইহাই তাহার পরীক্ষণভাবে তাহারণ কহিল যেন তাহার