পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোহন, অষ্টম অধ্যায়। অপবাদ করিতে কিছু ছিদ্র পায়, কিন্তু য়িত্ত আপন শরীর নোয়াইয়া অঙ্গুলী দিয়া ভূমিতে লিথিতে লাগিলেন। ৭ পরে তাহারদের পুনঃ পুনঃ জিজ্ঞাসা করাতে তিনি গাতুলিয়া তাহারদিগকে কহিলেন, তোরদের মধ্যে যে জন নিযপাপী সেই প্রথমে তাহার উপর পুস্তুর ফেলিয়া দিউক। ৮ পরে তিনি পুনৰ্বার আপন শরীর নোয়াইয়া ভূমিতে লিথিতে লাগিলেন । ১ ইহা শুনিয়া আপন অন্তকরণে পুবোধ পাইয় তাহার বৃদ্ধ জন আরম্ভ করিয়া একেং শেষ জন পর্যন্তই বাহিরে গেল ; তাহাতে য়িস্ত এবং সে স্ত্রীলোক মধ্যখানে দণ্ডায়মান একাকী থাকিলেন । । ১০ পরে য়িস্ত গা তুলিয়া সে স্ত্রী ব্যতিরেক কাহাকে না দেখিয় তিনি কহিলেন, হে নারি, তোমার অপবাদকের কোথায়, o কি তোমার দোষ কেহ নিশ্চয় করে নাই ? ১১ সে কহিল, কেহ না, মহাশয় ; য়িস্ত তাহাকে কহিলেন, আমিও করি না, যাও, আরবণর পাপ করিও নল । ১ং পরে য়িস্ত ইহারদিগকে পুনরায় কহিতে লাগিলেন, আমি জগতের দীপক, আমার পশ্চাদ্বন্তী যে সে অন্ধকারে গমন করিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবেক । ১৩ অতএব ফারসীরা তাহাকে কহিল, তুমি আপনার সাক্ষী আপনি দেও ; তোমার সাক্ষী সত্য নহে। ১৪ য়িস্ত প্রত্যুত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, যদি আমি আপনার সাক্ষী দি, তত্ৰাপি আমার সাক্ষী সত্য, কেননা আমি জানি কোথাহইতে আসিয়াছি, এবং কোথায় যাইতেছি; কিন্তু তোমরা আমার আগমন কোথা হইতে এবং আমার গমন কোথায় তাহা কহিতে পারিব না ।