পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্লোহন, অষ্টম আধ্যায়। ৪৫ তোমরা শারীরিক বিচার করছ, আমি কাছার বিচার করিম। ১৬ কিন্তু যদি করি, তথাপি আমার বিচার সত্য, কেননা আমি একাকী নহি, কিন্তু আমার প্রেরণকৰ্ত্ত পিতা তিনি ও আমি দুই আছি। ১৭ তোমারদের ব্যবস্থায় লেখা আছে, যে দুই জনের সাক্ষী সত্য ১৮ আপনার পুমাণ আপনি দিয়া আমি এক সাক্ষী আছি, এবং পিতা যিনি আমাকে পাঠাইলেন, তিনিও আমার জন্য সাক্ষী দেন । ১১ তখন তাহারণ বলিল, তোমার পিতা কোথা আছে ? য়িস্তু উত্তর করিলেন, তোমরা আমাকেও জান না, আমার পিতাকেও জান না ; আমাকে যদি জানিতা, তবে আমার পিতাকেও জানিত । ২০ এই কথা য়িত্ত ভাণ্ডার ঘরে কহিলেন, যাবৎ মন্দিরে শিক্ষাইতেছিলেন, কিন্তু তাছার সময় তাবৎ উপস্থিত নহিলে কেহ তাহার উপর হাত দিল না । ২১ তখন য়িত্ত তাহারদিগকে পুনর্ধার কহিতে লাগিলেন, আমি পুস্থান করিয়া যাই, পরে তোমরা আমাকে অম্বেষণ করিয়া স্বপাপে মরিকা ; যেখানে আমি যাই, সেখানে তোমরা আদিতে পারিব না । ২২ তখন মুহুদীরা বলিল, সে কি আপনাকে বধ করিবে ? তাহাতে কহিতেছে, যেখানে আমি যাই, সেখানে তোমরা আসিতে পারিবা না । ২ তিনি কহিলের তাহারদিগকে, তোমরা নীচুহইতে, আমি উপরহইতে ; তোমরা এ জগৎ হইতে, আমি এ জগৎহইতে নহি । ২৪ অতএর আমি বলিলাম, যে তোমরা স্থপাপে মরিব1, কেননা য়দি বিশ্বাস না কর, যে আমি স্নেই, তৰে তোমরা স্বপাপে মরিবাই । ২৫ তথম তাহারা বলিল, তুমি কে বট রিশু তাহারদিগকে কহিলেন, সেই যাহা অামি পুথমাবধি তোমারদিকে কহিলাম। --