পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, একাদশ অধ্যায়। ৩ অতএব তাহার বহিনীর কছিয়া পাঠাইল, যে হে প্রভো আপনি যাহাকে স্নেহ করেণ সে অসুস্থ আছে। ৪ য়িস্ত ইহা শুনিয়া কছিলেন, এই ব্যাধি মরণের বিষয় নহে, কিন্তু ঈশ্বরের মহিমা পুকাশার্থ, তাহাতে ঈশ্বরের পুত্রের মহিমা যেন প্রকাশিত হয়। ৫ য়িত্ত সে মাৰ্ত্তাওতাহার ভগিনীও লাজারকে পুেম করিলেন। ৬ অতএব যখন শুনিলেন, যে সে অসুস্থ আছে, তিনি যে স্থানে ছিলেন সেই স্থানে আর দুই দিবস থাকিলেন। ৭ তাহার পরে তিনি আপন শিষ্যেরদিগকে কছিলেন, আমরা য়হুদা দেশে পুনশ্চ যাই। -- ৮ শিষ্যেরা তাহাকে কহিলেক, হে গুরো, সমৃতি য়হুদীরা তোমাকে পাতর মারিতে উদ্যত ছিল ; তথাচ কি সেখানে আয়বার যাইবেন । - ১ য়িত্ত উত্তর করিলেন, এক দিনে কি বারো ঘড়ী নহে, অতএব কেহ যদি দিনেতে গতি করে, সে উচোট খায় না, কেননা এই জগতের দীপ্তি দেখিতে পায় । ১০ কিন্তু রাত্রি কালে যদি গমন করে, তাহাতে জ্যোতি না । হওয়াতে উচোট খায় । । ১১ এই কথা তিনি কহিলেন, তৎপরে তাহারদিগকে কহিতে লাগিলেন, যে আমারদের বন্ধু লাজার নিদ্রিত আছে, কিন্তু আমি যাই, তাহাকে নিদ্রাহইতে জাগ্ৰত করিতে। ১২ তখন তাহার শিষ্যেরা বলিল, হে গুরো, যদি নির্দুিত হয়, তবে ভাল হইবে। ১৩ খ্রিস্তু তাহার মৃত্যুর বিষয়ে সে কথা কহিয়াছিলেন, কিন্তু ইহারা বুঝিল, যে তিনি বিলুম করণ নিদুর বিষয়ে তাহ কছিইয়াছেন । - -