পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহা, একাদশ অধ্যায়। ২৭ সে তাঁহাকে কহিল, হৰ্ণ পুতু, আমি পুত্যয় করি যে আপনি ঈশ্বরের পুত্ৰ খ্ৰীষ্ট যাহার জগৎ মধ্যে আইসন অপেক্ষ ছিল। ২৮ এ কথা কহিলে, পরে সে যাইয় আপন ভগিনী মারিয়াকে গোপনে ডাকিয়া কহিল, পুভু আসিয়াছেন, এবং তোমাকে ডাকিতেছেন। * . ২৯ ইহা শুনিৰামাত্র সে ত্বরায় উঠিয় তাহার স্থানে আইল। ৩০ য়িত্ত তাবৎ নগরে পুবেশ করেণ নাই, কিন্তু যেখানে মাৰ্ত্তা তাহার সাক্ষাৎ পাইয়াছিল, সেই থানে থাকিলেন । ৩১ তখন যে য়হুদীরা মারিয়ার পুৰোধ জন্মাইতে তাহার সহিত ঘরেতে ছিল, সে যখন দেথিল যে তিনি বাট করিয়া উঠিয়া বাহিরে গিয়াছিল, তাহারা বলিল, উনি কবরস্থানে কান্দিতে যাইতেছেন। এই বলিয় তাহার পশ্চাৎ গেল। ৩২ তখন মারিয়া যেখানে য়িস্ত ছিলেন, সেখানে আসিয়া তL হাঁকে দেথিয় তাহার চরণে পড়িয়া বলিতে লাগিল, হে পুভেী, আপনি যদি এথানে সাক্ষাৎ থাকিতেন,তো আমার ভাই মরিত না। ৩৩ অতএব য়িস্ত তাঁহাকে ক্ৰন্দন করিতে এবং তাঁহার সমিভ্যারী য়হুদীরদিগকেও ক্ৰন্দনমান দেখিয়া, তিনি আপন আত্মায় সকাতর হইয়া দীর্ঘশ্বাস ছাড়িলেন। - ৩৪ এবং কহিলেন, তোমরা তাহাকে কোথায় শেয়াইয়া দিয়াছ? তাহারা বলিল, হে প্রভো, আইসুন দেখুনসিয়া। ৩৫ য়িস্তু কান্দিতে লাগিলেন। ৩৬ তখন য়হুদীরা বলিল, দেখ, ইনি তাহাকে কেমন পুীতি করিলেন । ৩৭ এবং তাহারদের কতেক লোক বলিল, এই মনুষ্য যে অস্তকে চক্ষুদান করিলেন, তিনি কি এ জনের মৃত্যু যেন ন হইত, এমন করিতে পারিতেন না ? -