পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দ্বাদশ অধ্যায়। - ১ পরে অনেক য়হুদিরা জানিল যে তিনি সেখানে আছেন ; তাতএব য়িস্তর বিষয় ছাড়া লাজার যাহাকে তিনি মৃত্যুহইতে উঠাইয়াছিলেন, তাহাকেও দেখিতে আইল । ৭০ কিন্তু প্রধান যাজকের লাজারকেও নষ্ট করিতে পরামর্শ করিল ৷ ১১ কেননা তাহার বিষয়ে অনেক য়হুদিরা যাইয়া রিশুর উপর বিশ্বাস করিল ৷ * ১২ তাহার পর দিবসে যথেষ্ট লোক যে পর্েেত আসিয়াছিল, সে যখন শুনিল, যে য়িস্তু য়িরোশলমে আসিতেছেন। ১৩ তখন তাহারণ তালবাগড়া লইয় তাহীর সহিত দেখা করিতে আগে বাড়িল, এবং জয়ন্থনি করিতে লাগিল, যে হোশান, ধন্য য়িরোশলমের রাজা যিনি য়িহুহের নামে আসিতেছেন । ১৪ পরে য়িত্ত একটা যুৱ গাধা পাইয় তাহার উপর আরোহণ করিলেন, যেমত লেখা আছে, ২৫ হে শীয়নের কন্যা, ভয় করিও না, দেখাঁ তোমার রাজা যুৱা গাধায় চড়িয়া আসিতেছেন। ১৬ এই কথা তাহার শিষ্যেরা তখন বুঝিলেক না, কিন্তু মহিমা প্রকাশ হওন পরে তাহারদের মনে হইল, যে এই কথা তাহার বিষয়ে গ্রন্থ হইয়াছিল, এবং ষে তাহাকে লোক সকল এমত কৰ্ম্ম করিয়াছিল। - ১৭ অতএব যে লোক তাহার সহিত ছিল, যখন তিনি লাজারকে কবরহইতে ডাকিয়া আনিয়াছিলেন, এবং মৃত্যুহইতে উঠাইয়াছিলেন, সে লোক প্রমাণ দিল । ১৮ এতদৰ্থে লোক সকলও তাহার এই কৃত আশ্চর্য শুনিয় এ বিষয়েতে র্তাহীর সহিত সাক্ষাৎ করিতে গেল ।