পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দ্বাদশ অধ্যায়।

১৯ অতএব ফারসীরা আপনারদের মধ্যে কহিতে লাগিল, তোমরা কি দেখহ না, যে তোমরা কিছু করিতে পারিল না? দেখতে সন্সারই তাহার পশ্চাদ্বত্ত্বণ হইল। " ২০ পরে যাহারা পূৰ্বে ভজন করিতে আসিয়াছিল, তাহারদের মধ্যে কএক য়ুনানী লোক ছিল। - - ২১ সেই গালিলীবীৎথেসদারহইতে ফিলিপের নিকটে আসিয়া যাচমান হইয়া কহিল, হে মহাশয় আমরা য়িস্তকে দেথিতে চাহি। ২২ ফিলিপ যাইয়া আক্ৰকে কহিয়া দিল ; পরে আন্দ্র ও ফিলিপ য়িস্তকে সম্বাদ দিলেক । ২৩ তথন য়িত্ত উত্তর করিয়া কহিলেন, মনুষ্য পুত্রের মহিমারপুকাশ হওন সময় উপস্থিত হইল । o ২৪ সত্যং আমি কহি তোমারদিগকে, গমের দানাটা যদি মৃত্তিকায় পড়িয়া না মরে সে একাকী থাকে, কিন্তু যদি মরে তৰে বিস্তর ফল ফলে । - ২৫ যে আপন প্রাণকে স্নেহ করে সে তাঁহাকে হরাইবে; কিন্তু যে আপন গুণকে এ জগতে ছেয়জ্ঞান করে সে তাঁহাকে অনন্ত জীবনাবধি রক্ষা করিবে৷ - ২৬ যদি কেহ আমার সেবা করে তবে সে অামার পশ্চাৎ আইসুক, পরে যেখানে আমি থাকি সেখানে আমার সেবক ও থাকিবেক ; কেহ যদি আমার সেবা করে, তাহকে আমার পিতা সম্মুম করিবেন। ২৭ সমুতি আমার গুণি দুথিত আছে, ইহায় কি বলিব, হে পিতঃ, এ সময়হইতে আমাকে রক্ষা করহ? কিন্তু ইহার নিমিত্তেই আমি এ সময়েতে আসিয়াছি। ২৮ হে পিতঃ তোমার নামের গৌরব পুকাশ কর । তথন স্বৰ্গহইতে শব্দ ছইল, যে আমি তাহার গৌরব পুকাশ করিয়াছি, এবং পুনৰ্বারও করিব।