পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ত্রয়োদশ অধ্যায় । ভিজা কুটী যাহাঁকে দিবসে সেই. পরে তিনি সে খণ্ড ভিজাইয়। শামনের পুত্ৰ য়হুদা রিওটাকে দিলেন । - ২৭ এবং সে খণ্ড গ্রহণ পরে শয়তান তাহার অন্তরে পুৰিষ্ট হইল - তথম ফ্লিপ্ত তাহাকে কহিলেন, তুমি যাহ কর ভাছ শীঘ্র করহ ! ২৮ কিন্তু মেজে যাহারণ বসিয়ছিল ইহারদের কেহ জানিল না তিনি কি ভাবে তাহণকে এ কথা কহিয়াছিলেন । ২১ কেননা কেহ বুঝিল, যে য়হুদার কাছে থৈলা আছে এই নিমিত্তে য়িস্তু তাঁহাকে কহিলেন, যে পরে কারণ আমারদের আবশ্যকীয় সামগ্রী কিনিয়া লও, কিন্তু দরিদ্রেরদিগকে কিছু তিক্ষণ দেও ! . - s ৩০ তখন সেই ভিজা খণ্ড গ্রহণ করিয়া সে তৎক্ষণাৎ বাহিরে গেল, এবং রাত্ৰি উপস্থিত হইল । ৩১ অতএব তাহার বাহির যাওন পরে য়িম্ভ বলিতে লাগিলেন, এখন মনুষ্য পুত্রের মহিমা প্রকাশ হইতেছে, এবং তাহ দিয়া ঈশ্বরের মহিমা ও প্রকাশিত হয় । ৩২ যদি তাহ দিয়া ঈশ্বরের মহিমার প্রকাশ হয়, তবে ঈশ্বর আপন দিয়াই তাহার মহিমা প্রকাশ কৱিবেন, এবং তাহা ত্বরায় করবেন । - ৩৩ হে ক্ষুদ্র শিশুরা, এখন আমি আর কিঞ্চিৎকাল তোমারদের সঙ্গে আছি; তোমরা আমার অন্বেষণ করিবণ, কিন্তু যেমত য়হুদারদিগকে কহিলাম, আমি যেখানে যাই সেখানে তোমরা আসিতে পারিব না, সেই মত আমি এখন তোমারদিগকেও কহি ? ৩৪ আমি একটা নূতন আজ্ঞা তোমারদিগকে দি, যে তোমরা অন্যোন্যে পুেম কর ; যেমত আমি তোমারদিগকে প্রীতি করিম য়াছি, সেই মত তোমরা পরল্পর পুীতি করুহ : * ---