পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, চতুর্দশ অধ্যায় । ৫ তম তীহাকে কহিল, হে পুভে আপনি কোথায় যান তাঁহী আমরা জানি না ? তবে পথ কিরূপে জানিতে পারি ? ৬ য়িস্ত তাহীকে কহিলেন, জামিই পথ, এবং সত্য, ও জীবন, আমা দিয়া না গেলে পিতার স্থানে কোন মনুষ্যের গতি নাই । ৭ আমাকে জানিলে, আমার পিতাকেও জানিত ; এবং এখন হইতে তোমরা তাহাকে জান, এবং দেখিয়া থাক । - ৮ ফিলিপ তাঁহাকে কহিল, হে পুভে, পিতাকে দেখাইয়া দেউন, তবে আমারদের পুবোধ হয় । ১ য়িস্তু তাহাকে কহিলেন, হে ফিলিপ, আমি তোমারদের সহিত এতকাল আছি, তত্ৰাপি কি আমাকে জানহ না, যে আমাকে দেখিয়াছে, সে পিতাকেও দেখিয়াছে, তবে তুমি কেমন বলিতেছ, যে অামারদিগকে পিতাকে দেখাও । ১০ কি তোমার পুত্যয় নাই, যে আমি পিতায়, এবং পিতা আমায় ; যে কথা আমি বলি তোমারদিগকে, সে কথা আমি আপনাহইতে কহি ল], কিন্তু পিতা যিনি আমাতে বৰ্ত্তিতেছেন, তিনিই কৰ্ম্ম করেণ । ১১ আমার কথা পুত্যয় কর, যে আমি পিতাতে, এবং পিতা অামাতে, অথবা কৰ্ম্মের প্রযুক্তই আমাকে প্রত্যয় করহ । ৯ং সত্যং আমি কহি তোমারদিগকে, আমার উপর যে বিশ্বাস করে, যে কৰ্ম্ম আমি কারিতেছি, তন্মত কৰ্ম্ম সেও করিবেক, এবং ইহাহইতেও বড় কৰ্ম্ম করিবেক, কেননা অামি পিতার স্থানে যাই । - ১৩ এবং তোমরা যে কিছু আমার নামে চাহ, তাহা আমি করিব, যেন পুত্রে পিতার মহিমা প্রকাশিত হয় ।