পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, পঞ্চম অধ্যায়. ৩৫ পৃথিবী লইয়াও না কেননা এই তাহীর পায়ের ষ্টাড়ি য়িরোশলম লইয়াও না কেনন। সেই মহারাজার পুরী, ৩৬ আপনার মন্তক লইয়াও কির। কৱিৰা না কেননা এক চুল শুক্লবৰ্ণ কিয় কৃষ্ণবর্ণ করিতে তোমার অসাধ্য । ৩৭ কিন্তু তোমারদের কথোপকথন হুঁ হুঁ ন ন হউক কেননা ইহার অধিক যাহা হয় সে মন্দ হইতে আইসে. ৩৮ তোমরা শুনিয়াছ যে উক্ত হইয়াছিল চক্ষুর কারণ চক্ষু ও দন্তের কারণ দন্ত ! ৩১ কিন্তু আমি তোমারদিগকে কহি যে তোমরা উপদু বিকে বারণ করিও না কিন্তু যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে তাহার প্রতি অন্যকে ফিরাইয় দেও, ৪০ এবং যে কেহ তোমার উপর আদালতে দাওয়া করিয়া তোমার কাব্য লইয়া যায় তাহাকে তোমার জামাও লইতে দেও, ৪১ এবং যে কেহ তোমাকে এক ক্রোশ যাইতে বেণীর ধরে তাহার সঙ্গে দুই ক্রোশ যাও, ৪ ই যে জন তোমার স্থানে যাচে তাহাকে দেওও যে তোমার ঠাই ধার লইতে ইচ্ছা করে তাহার পুতি ভূমি পরাভূখ হইও না. o ৪ এ তোমরা শুনিয়াছ যে উক্ত হইয়াছিল তুমি আপন পড়সির পুতি সভাৰ করিব। কিন্তু শত্রুর পুতি দ্বেষ ভাব রাথিৰ : ৪৪ কিন্তু আমি তোমারদিগকে কহি যে তোমরা আপ নারদের শত্রুরদিগকে সম্ভাব করছ তোমারদিগকে যাহারা শাপ দেয় তাহারদিগকে তোমরা আশীৰ্ব্বাদ দেও যে তোমার