পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, অষ্টাদশ অধ্যায় । ১১ তখন পিতরকে য়িত্ত কহিলেন, তোমার তলওয়ার থাপেতে রার্থ, যে বাটী অামার পিতা আমাকে দিয়াছেন তাহা কি পান করিব না ? ১ং তখন সে সৈন্য ও সেনাপতি ও য়হুদী পদাতিকের য়িস্তকে ধরিলেক ; ১৩ এব• তাহীকে বদ্ধ করিয়া প্রথমে হস্নার স্থানে আনিলেক, সেই কাইফার শ্বশুর যে তদ্বৎসরের মহাযাজক ছিল । ১৪ কাইফ সেই জন যে যুহুদীয়েরদিগকে এই পরামর্শ দিয়াছিল, যে লোকেরদের নিমিত্তে এক জনের মরণ বিহিত আছে। ১৫ পরে শীমন পিতর ও আর এক শিষ্য য়িগুর পশ্চাৎ চলিল ; সেই শিষ্য মহাযাজকের স্থানে পরিচিত হইয়া য়িত্ত্বর সহিত তাহার অট্টালিকার ভিতরে গেল । ৯৬ কিন্তু পিতর দ্বারের নিকটে বাহিরে থাকিল । তখন সে অন; শিষ্য মহাযাজকের ঠাই পরিচিত ছিল, সে বাহিরে যাইয় দ্বারিকাকে কহিয়া পিতরকে পুবেশ করাইল । ১৭ তখন সে যুবতী দ্বারিকা পিতরকে কহিল, তুমিও এই মানুষের একজন শিষ্য না কি ? সে বলিল, আমি সে নহি । ১৮ এবং ভূত্যগণ, ও পাইকেরা, এক অঙ্গারের অগ্নি করিয়া সেখানে দাড়াইয়া তাপিতে ছিল, কেননা শীত হইয়াছিল, এবণ পিতর দাঁড়াইয় তাহারদের সঙ্গে তাগিল । ১১ তখন মহাযাডাক তাহার শিষ্য, এবং শিক্ষার বিষয়ে খ্রিস্তুকে জিজ্ঞাসা করিলেক । ২০ খ্রিস্ত উত্তর দিলো, আমি জগতের পুতি সৃষ্ট রূপে কহি