পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ষষ্ঠ অধ্যায়. দিগকে মন্দ বাসে তাহারদিগকে ভাল করহ এবং যে সকল তোমারদিগকে অপমান দেয় ও তাড়ন করে তাহারদের কারণ প্রার্থনা করছ; ৪৫ ইহাতে তোমরা আপনারদের স্বর্ণায় পিতার সন্তান যেন হও কেনন। তিনি মন্দ ও ভাল লোকের উপর অপেন সূর্যের উদয় করাইতেছেন এবং সৎ ও অসৎ লোকের উপর বৃষ্টি বর্ষাইতেছেন. ৪৬ কেননা যদি তোমরা তাহারদিগকে প্তেম করই যাহার তোমারদিগকে প্রেম করে তবে তোমারদের পুতিফল বা কি পাটওয়ারিরাও এই মত পুকার করে ন৷ কি? ৪৭ আর যদি তোমরা কেবল আপনারদের ভাতার দিগকে নমস্কার করহ তবে তোমরা কোন বড় কৰ্ম্ম করিতেছ কি পাটওয়ারিরাও এই মত করে না ? ৪৮ অতএব তোমরা সিদ্ধ হও যে মত তোমারদের স্বৰ্গীয় পিতা সিদ্ধ আছেন। ষষ্ঠ অধ্যায় সাবধান তোমরা আপনারদের দানাদি মনুষ্যেরদের দেথি বার জন্যে তাহারদের সাক্ষাতে না কর মজুৰ! তোমারদের স্বৰ্গীয় পিতা হইতে তোমারদের পুতিফল হয় না, ং অতএব যখন তুমি ভিক্ষা দেও তখন তোমার অগ্ৰে বাক বাজাইও না যেমত কপটির মনুষেরদিগ হইতে পুশমিত হইবার কারণ সভাতে ও সরাণেতে বাজায় সত্য আমি তোমারদিগকে কহি তাহার। আপনারদের পুতিফল পাইয়াছে, 2