পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, বিংশতি অধ্যায় । ১১ পরে সেই দিবসের সন্ধ্য সময়ে তাহা সপ্তাহের প্রথম দিবসে শিষ্যগণ যে স্থানে একত্র হইয়া সভাস্থ হইল, য়হুদীরদের ভয়ে দ্বার সকল বদ্ধ হইলে, য়িস্ত আসিয়া তাহারদের মধ্যখানে দাড়াইয় তাহারদিগকে কহিলেন, তোমারদিগকে শান্তি হউক । ২০ ইহা কহিয়া তিনি তাহারদিগকে অপেন হস্ত ও কক্ষদেশ দেখাইলেন ; তখন শিষ্যেরা পুতুকে দেখিয়া হষিত হইল । ২৯ তখন য়িস্ত পুনশ্চ তাহারদিগকে কহিলেন, তোমারদিগকে শান্তি হউক ; আমার পিতা যেমত অামাকে পাঠাইলেন সেই মত আমি তোমারদিগকে পাঠাই । ২ং ইহা কহিয়া তিনি তাহারদের উপর আপন মুথের ভাপ দিলেন, এবং বলিলেন, ধৰ্ম্মাত্মা লও। ২৩ যাহারদের পাপ তোমরা ক্ষমা করহ সে তাহারদের পুতি ক্ষমিত আছে, এবং যাহারদের পাপ তোমরা রাথিয়া দেও সে রাখা আছে । ২৪ কিন্তু দ্বাদশের এক জন তম যাহাকে দ্বিদিমা বলে, যখন য়িত্ত আইলেন তখন সে তাহারদের সঙ্গে ছিল না । ২৫ অতএব অন্য শিষ্যগণ তাহাকে কহিল, আমরা পুভুৱ দেখা পাইয়াছি; কিন্তু সে তাহারদিগকে বলিল, যে তাহার হস্তে প্লেকের চিহ্ন না দেখিলে, এবং প্লেকের চিহ্নে আমার অঙ্গুলী না দিলে, অপর তাহার কক্ষদেশে আমার হাত না সান্ধাইলে, আমি বিশ্বাস করিব না । o ২৬ পুনশ্চ অষ্ট দিবস পরে তাহার শিষ্যগণ ভিতরে ছিল, এবং তম) তাহারদের সহিত ; তাহাতে দ্বার সকল রুদ্ধ হইলে, য়িস্তু তাহারদের মধ্যখানে উপস্থিত হইয়া কছিলেন, তোমারদিগকে শান্তি হউক ।