পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, একবিংশতি অধ্যায় । ২৭ তখন তিনি তমাকে কহিলেন, তোমার অঙ্গুলি এক দিকে বিস্তার কর, এবং আমার হাত দেখ; পরে তোমার হাত বাড়াইয়া আমার কক্ষদেশে ঘুষাইয়া দেও, এবং অনাস্থিক না হইয়া বিশ্বাস যুক্ত হও । ২৮ তখন তম উহাকে উত্তর করিয়া কহিল, হে আমার পুভে ও আমার ঈশ্বর । ২১ য়িস্তু তাহাকে কহিলেন, হে তমা, ভূমি দেথিয়াছ এই নিমিত্ত্বে ভূমি বিশ্বাস করিতেছ; যে না দেখিয়া বিশ্বাস করে সেই ধন্য । ৩০ এবং য়িস্ত আপিন শিষ্যেরদের সাক্ষাতে আীরং অনেক চিহ্ন অবশ্য দেখাইলেন, যাহা এই পুস্তকে লেখা যায় নাই । ৩১ কিন্তু এ সকল লেখা আছে যেন তোমারদের বিশ্বাস হয়, যে য়িত্ত আছেন খ্ৰীষ্ট ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করিয়া তাহার নাম দিয়া যেন তোমারদের জীবন লাভ হয় । একবিংশতি অধ্যায় । এ সকল পরে য়িস্ত পুনশ্চ আপন শিষ্যেরদের স্থানে তিৰেঞ্জী সাগরে দেখা দিলেন, এবং তাহার দেখা এই মতে হইল । ং তথা শীমন পিতর, ও তম যাহাঁকে দ্বিদিমস বলে, ও গালিলী কানার নতলাল, ও জেবদির পুত্রেরা, এবং তাহার আর দুই শিষ্য একত্র ছিল । ৩ শীমন পিতর তাহারদিগকে বলিল, আমি মৎস্য মারিতে যাই; তাহার কহিল, আমার ও যাই; তাহারা যাইয় তৎক্ষণাৎ এক নৌকাতে চড়িল, কিন্তু যেই রাত্রি কিছু পাইল না ।