পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, একবিংশতি অধ্যায় । ২০ তখন পিতর মুখ ফিরাইয়া য়িস্তর প্রিয় শিষ্য যে রাত্রির ভোজন সময়ে তাহার বুকে হেলান দিয়া জিজ্ঞাসা করিয়াছিল, যে পুভে, কোন জন আপনকার বিশ্বাসঘাতী করিবে, তাহাকে পশ্চাৎ অসিতে দেখিল । ২৯ পিতর তাহাকে দেখিয়া য়িস্তকে কহিল, হে পুভে, এই মনুষ্যকে ও কি করিতে হইবে ? ২২ য়িত্ত তাহাকে কহিলেন, আমার আগমন পর্যন্ত তাহার গ্ৰীক যদি ইচ্ছা করি, ইহায় তোমার কি ? ভূমি আমার পশ্চাৎ আইস । ২৩ তখন ভাতৃগণের মধ্যে এই কথার জনরব হইল, যে সেই শিষ্য মরিবে না ; তত্ৰাপি য়িস্ত কহিলেন না যে তাহ মরিবেক না, কিন্তু যে আপন আগমন পৰ্য্যন্ত তাহার থাকা যদি আমার ইচ্ছা হয়, ইহায় তোমার কি ? ২৪ এই সে শিষ্য যে এ সকল কথায় সাক্ষী দিতেছে, এব", এ সকল গ্রন্থ করিয়াছে, এবং আমরা জানি, যে তাহার সাক্ষী সত্য । ২৫ এবং য়িস্তর আরং অনেক ক্রিয়া আছে, তাহাতে যদি একং করিয়া সমূহ লেখা যায় তবে বুঝি এত পুস্তকের গ্রন্থ হয়, যে জগৎ ও তাহ ধরিতে পারে না !!