পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ষষ্ঠ অধ্যায়. .ং • কিন্তু স্বর্গেতে ধন সঞ্চয় করছ যেখানে কীট ও মর্চা । ক্ষয় ও করে না এবং সেখানে চোরের সিন্ধ দিয়া চোরী ও করে না : ' - ং ১ কেননা যেখানে তোমারদের ধন সেইখানে তোমার দের মনও হইবে, - - ং খ চক্ষু শরীরের পুর্দীপ আছে অতএব যদি তোমার চক্ষু পুসন্ন হয় তবে তোমার সমুদায় শরীর দীপ্তিতে * হইবে : ং ৩ কিন্তু যদি তোমার চক্ষু মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারে পূর্ণ হইবে অতএব যদি তোমার অন্তরস্থ দীপ্তি অন্ধকার হয় তবে সেই অন্ধকার কেমন বড় ? ২৪ দুই কৰ্ত্তার সেবা কোন মনুষ্য করিতে পারিবেক না কিন্তু সে এক জনকে মন্দ বাসিয়। অন্যকে ভাল বাসিবেক কিয়। সে একের পুতি মনযুক্ত হইয় অন্যের পুতি অবহেলা করি বেক তোমরা ঈশ্বরের ও ধনের দুয়ের সেবা করিতে পারিবা না . ২৫ অতএব তামি তোমারদিগকে কহি তোমরা আপনারদের জীবনার্থে কি থাইবা কিম্ব কি পান করিব ও আপনারদের শরীরার্থে কি পরিধান করিবা ভাবিত হইও না ভক্ষ্য হইতে পুণ এবং বস্ত্ৰ হইতে শরীর কি বড় নহে? ২৬ শূন্যের পক্ষি সকল দেথ তাহারা বুনেও না কাটেও ন) এবং গোলাতে সঞ্চয় করেও না তত্ৰাপি তোমারদের স্বৰ্গীয় পিতা তাহারদিগকে খাওয়াইতেছেন তাহারদিগ হইতে তোমরা কি অতিশ্রেষ্ঠ নছ ? - ২৭ তোমারদের মধ্যে কেটা ভাবনা করিলে আপনার কায় এক হাত বৃদ্ধি করিক্তে পারে ?