পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, সপ্তম আধ্যায়, ২৮ এবং বঙ্গের কারণ কেন ভাবিত হও ভূমির সসন পুত্বপ আলোচনা করই সে কেমন বাড়িতেছে লৈ ੋ S করে না সূতাও কাটে না: - ২১ তথাচ আমি তোমারদিগকে কহি ত্রে শলমা অগণন সমস্ত ঐশ্বর্ষেতে এই এক পূপের মত বিভূষিত ছিল না, ৩ অতএব ভূমির তৃণ যে অদ্য বর্তমান আছে ও কল্য আথাতে ফেলা যায় তাহাকে যদি ঈশ্বর এমত পরাইয়া দেন তবে কি তোমারদিগকে ততোধিকে পরাইয় দিবেন না আরে অলপপুত্যয়ী ? - - - 會 ° ৩১ অতএব ভাবিত হইও না যে আমরা কি থাইব কিম্বা কি পীৰ কিম্বা কি পরিধান করব? - 1. ৩ং কেননা ভিন্নদেশিরা এ সকলের কারণ সচেষ্ট ই"কে এবং তোমারদের স্বৰ্গীয় পিতা জানেন যে এই সকলের কারণ তোমারদের আবশ্যক অাছে, *. ৩৩ কিন্তু পুথমে ঈশ্বরের রাজ্য ও তার ধৰ্ম্ম অনুসন্ধান করই পরে এ সকল বস্তু তোমারদিগকে বাড়া দেওয়া যাইবে, ৩৪ অতএব কল্যকার হেতু ভাবিত হইও না কেননা কল্য আপনার বিষয়ে আয়োজন করিবে বর্তমান দিবসের কারণ আপনার মন্দ পুছুর, - সপ্তম আধ্যায় দোষ বিচার করিও না যেন তোমরা দোষ বিচারিত না হও. ং কেননা যে বিচারেতে তোমরা বিচার করত তদনুসারে তোমরা বিচারিত হইবা এবং যে পরিমাণেতে তোমরা পরিমাণ করহ তাহ দিয়াই পুনশ তোমারদের স্থানে পরিমিত হইবে,