পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, সপ্তম অধ্যায়. ' ১ং অতএব যে সকল কৰ্ম্ম তোমরা চাহ যে মনুষ্যেরা তোমারদিগকে করে সেই মত কৰ্ম্ম তোমরা ও তাহারদিগকে কর কেমন এই ব্যবস্থা ও ভবিষ্যদগুস্থের সার, ১ ও সঙ্কীর্ণ দ্বার দিয়া পুবেশ করহ কেননা সেই দ্বার চৌড় ও সেই পথ পুসৱ যাহা সৰ্ব্বনাশেতে যায় এবং অনেকে তাহতে প্রবেশ করে : ১৪ কি জন্যে ন। সেই দ্বার সঙ্কীর্ণ ও সেই পথ ছোট যাই। জীবনে যায় এবং অলপ লোক তাহার উদেশ পায়, ১৫ মিথ্যা ভবিষ্যদ্বক্তগণের প্রতি সাবধান থাক সে তোমারদের নিকটে মেষের পরিচ্ছদে আইসে কিন্তু অভ্যন্তরে তাহারা মিলনা কেদয়. ১৬ তাহারদের ফলেতে তোমরা তাহারদিগকে চিনিতে পারিব কাটাগাছে দ্রাফ। ফল কিম্বা শিয়াল কাটাতে অঞ্জীর ফল না কি মনুষ্যেরা পাড়েঃ ১৭ সেই মত পুতি উত্তম বৃক্ষ উত্তম ফল ধরে কিন্তু মন্দ বৃক্ষ মন্দ ফল ধরে, ১৮ ভাল বৃক্ষ মন্দ ফল ফলিতে পারে না এবং মন্দ বৃক্ষ ভাল ফল ফলিতে পারে না. ১৯ যে সকল বৃক্ষ উত্তম ফল ফলে না সে কাটা যায় ও অগ্নিতে ফেলা যায়, ২০ অতএব তাহারদের ফলেতে তোমরা তাহারদিগকে জানিবা, ২১ অামাকে প্রভোং করিয়া যাহার কহে তাহারা । পুত্যেক জন স্বর্গের রাজ্যেতে পুবেশ করিতে পাইৰে ন৷ কিন্তু সেই জন যে আমার স্বৰ্গস্থ পিতার ইচ্ছা পালন করে, -