পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তম অধ্যায় ২ং সেই দিবসে অনেকে অপমাকে বলিবে হে পুভেং আমরা কি তোমার নামেতে ভবিষ্যদ্বাণী কহি নাই ও তোমার নামেতে ভূতেরদিগকে বাড়ির করিয়া দি নাই ও তোমার নামেতে নানা আশ্চর্য্য কৰ্ম্ম করি নাই ? ২৩ তথন আমি তাহারদিগকে নিতান্ত বলিব যে আমি তোমারদিগকে কথন জানি নাই আমার নিকট হইতে দূর ইও দুৰ্ম্মত কারিরী, ং ৪ অতএব যে কেহ আমার এই সকল কথা শুণে ও তঃস্থ পালন করে তাহাকে আমি এক বৃদ্ধিমন্ত মনুষ্যের সহিত জুলনা করি যে আপন ঘর পাষাণের উপর নির্মাণ হরিয়াছিল : ২৫ পরে বৃষ্টি পড়িল ও বন্যা আইল ও বাতাস বহিল এবং সে ঘরের উপর তাহার চোট পড়িল কিন্তু সে অর্থঃ পতন হুইল না কেননা তাহার ভিৎ পাষাণের উপর ছিল, ২৬ কিন্তু পুত্যেক জন যে আমার এই সকল কথ্য স্তণে ও তাহার পালন না করে তাছার তুলনা এক নিববুদ্ধি লোকের সহিত করিতে হইবে যে আপন ঘর বালির উপর নিৰ্ম্মাণ করিয়াছিল: ২৭ পরে বৃষ্টি পড়িল ও বন্যা আইল ও বাতাস বহিল ও সেই ঘরের উপর চোট পড়িল এবং সে অথঃ পতন হইল ও তাহার ভাঙ্গ্যা পড়া বিপরীত ছিল; ২৮ পরে ঘটনাক্রমে যখন য়িস্ত এই সকল উপদেশ সাঙ্গ করিলেন তখন লোক সকল তাহার শিক্ষাতে চমৎকৃত হইল : ২১ কেননা তিনি এক সাধ্যমান ব্যক্তির মত তাহার দিগকে শিক্ষাইলেন ও অধ্যাপকেয়দের মত নহে.