পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, অষ্টম আধ্যায়, ২ ও তিনি তাহারদিগকে কছিলেন, আর অলপ বিশ্বাসক তোমরা কেন শঙ্কাকুল হইয়াছ ; তথম তিনি গাত্ৰোথান করিয়া বাতাস ও সমুদ্রকে থমকাইয়। দিলেন, তাছাতে বড় শান্তি হইল, ং ৭ কিন্তু সে মনুষ্যেরা অসম্ভব জ্ঞান করিয়া কহিলেক, এ কি পুকার মনুষ্য যে বাতাস ও সমুদ্র তাহার আজ্ঞাবহ আছে, - ২৮ অনন্তর তিনি পার হইয় গর্গসেন দেশে উপস্থিত হইলে দুইব্যক্তি ভূতগুস্ত কবরস্থান হইতে বহিরাইয়া তাছার সঙ্গে সাক্ষাৎ হইল ; তাহারা এমত তেজাল যে সেই স্থান দিয়া কেহ যাইতে পারিত না. ং ৯ এবং দেথ তাহার। চীৎকার করিয়। কহিলেক, হে য়িন্ত ঈশ্বরের পুত্ৰ, তোমার সহিত তামারদের বিষয় কি? তুমি ন কি কালের পূৰ্ব্বে অামারদিগকে যন্ত্রণা দিতে আসিয়াছ ? ৩০ ইহাতে কতক দূরে বড় এক শূকরের পাল চরাই, করিতেছিল, - ৩১ অতএব সে ভূতেরা তাহাকে কাকুতি করিয়া কহিল, যদি তুমি আমারদিগকে বাহির করিব। তবে আমারদিগকে শূকরের পালে যাইয়া পুবেশ করিতে দেও, ৩ং তিনি তাহারদিগকে কহিলেন যাও অতএব বাহির হইলে পরে তাহার শূকরের পালে যাইয় পুৰিষ্ট হইলং পরে দেখ সমুদয় শূকরের পাল আড়র দিয়া মহাবেগে ধাইয়া সমুদ্ধে পড়িল ও জলের মধ্যে নষ্ট হইল, - ৩ ও তথন তাহার রক্ষকের পলায়ন করিয়া নগরে গিয়া সমস্ত বৃত্তান্ত এবং ভূতগুস্তেরদিগকে কিং ঘটিয়াছে তাহ কহিয়৷ দিল,