পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, নবম অধ্যায়. ২৫ কিন্তু লোক সকল বাহির করাগেলে পরে তিনি ভিতরে গিয় তাহার হস্ত ধারণ করিলে কন্যা উঠিল, ৬ এবং তাহার খ্যাতি সে দেশাবধি পুকাশিত্ত হইল, ২৭ পরে যখন য়িস্ত সেখীন হইতে প্ৰস্থান করিলেন, তথন দুই অন্ধ মনুষ্য চেচাইতে লাগিল, এবং হে দাউদের সন্তান আমারদের উপর দম্ন করুণ কহিতে ২ তাহার পশ্চাৎ 瓦雷方ö了。 ২৮ এবং তিনি ঘরেতে পুৰিষ্ট হইলে পরে সেই দুই অন্ধ মনুষ্য র্তাহার নিকটে আইল, তখন য়িস্ত তাহনবদিগকে কহিলেন, আমি যে এ কৰ্ম্ম করতে পারি তোমরা নাকি পুত্যয় করহ ; তাহার বলিল হা পুভে1. ২১ তখন তিনি তাহারদের চালু স্পর্শ করিয়া কহিলেন, তোমারদের প্রত্যয়ানুসারে তোমারদিগকে হউক, ৩০ এবং তাছারদের চক্ষু খুলিয়। গেল, ও য়িস্ত তাহার দিগকে দৃঢ় আজ্ঞা দিলেন যে সাবধান কোন মনুষ্য যেন জানিতে না পায়. ৩১ কিন্তু তাহারা পুস্থান করিলে পরে সে দেশাবধি তাহার কীৰ্ত্তি পুকাশ করিল. - ৩ং পরে বাহিরে যাইতে দেখ লোকেরা এক ভূতগ্ৰস্ত যুদ্ৰণ মনুষ্যকে তাহার নিকটে অনিয়া দিল, ৩০ এবং ভূক্ত বাহির করাগেলে পরে সে গুপ্ত কথা কহিতে লাগিল, তাছাতে লোকারণ্য সকল আশ্চৰ্য্য জ্ঞান করিয়া কহিলেক, য়িশরালেতে এই মত কথন দেথা যায় নাই, ৩। কিন্তু ফারসীরা বলিল সে ভূতের অধিপতি নি । স্বতেরদিকে বহির করিয়া দিতেছে,