পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, দশম অধ্যায়, ৩৫ পরে য়িস্ত সকল নগর ও গ্রাম দিয়া তাহারদের সিনাগগে শিক্ষাইতে খ ও রাজ্যের মঙ্গল সমাচার পুচার করিতে ও লোকের মধ্যে সমস্ত ব্যাধি ও সমস্ত রোগ আরোগ করিতে ভূমণ করিতে লাগিলেন, .." ও ৬ কিন্তু লোকারণ্য সকলকে দেখিয়া তিনি তাহারদের উপর করুণাবিষ্ট হইলেম, কেননা তাহার ক্লান্ত হইয়াছিল, এবং অরক্ষক মেষের ন্যায় ছড়িয়া গিয়াছিল, ৩৭ তথন তিনি আপন শিষ্যগণেরদিগকে কহিতেছেন, পাক শস্য বাহুল্য সত্যই কিন্তু খাটন্যারা অলপ, ' ৩৮ অতএব শস্যের অধিকারিকে প্রার্থনা কর, যে তিনি আপন পাকা শস্যের মধ্যে আর থাটনারদিগকে বাহির করিয়া পাঠান. : দশম অধ্যায় পরে তাপন দ্বাদশ জন শিষ্যেরদিগকে আপনার নিকটে ডাকিয় তাহারদিগকে অপবিত্র ভূত সকল বাহির করিতে এবং সকল পুকার রোগ ও সকল পুকার ব্যাধি সুস্থ করিতে শক্তি দিলেন, * . . . . . - ং সে দ্বাদশ প্রেরিতেরদের মাম এই প্রথম শীমন যাহাকে পিতর বলে, ও তাছার ভাই আজ্ঞ জেবদীর পুত্র য়াকুব ও তাহার ভাই য়োহন; o ৩ ফিলিপ ও বার্তলমি ও তম ও মাতিউ পাটওয়ারী অলিফির পুত্ৰ য়াকুব ও লবী যাহাকে তন্ত্রী বলে ; শৗমন কানায়নী ও য়হুদা রিওট যে জাহাকে বিশ্বাস ঘাতকিও করিল,