পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, দশম অধ্যায়, আমি তোমারদিগকে সত্য কহি, যাবৎ মনুষ্য পুত্রের ভাগমন না হয়, তাবৎ ফ্লিশয়ালের নগরে তোমারদের ভূমণ সমাপ্ত হইবে না. ২৪ গুরু হইতে শিষ্য মহৎ নহে, এবং কৰ্ত্ত হইতে ভূত্য ও মহৎ লছে. ২৫ শিষ্য আপন গুরুর সমতুল্য ও ভূত্য জ্ঞাপন কৰ্ত্তার সমতুল্য হইলে এই পুঢ়র ; যদি তাহার ঘরের কৰ্ত্তাকে বেয়ুলজবৰ করিয়া কহিয়াছে, তবে কতোধিকে তাহারু পরিজনেরদিগকে কহিবে. ২৬ অতএব তাহারদিগকে ভয় করিও না, কেননা যে প্রকাশিত না হইবে এমত কিছু আচ্ছাদিত নহে, এবং যে ব্যক্ত না হইবে এমত কিছুই গুপ্ত নহে, ২৭ যাহা অামি তোমারদিগকে অন্ধকারে কহিতেছি তাহা তোমরা দীপ্তিতে কহ, এবং যাহা তোমরা কর্ণেভে শূণ তাহু! তোমরা স্বরের ছাত হইতে পুচার করই; ং ৮ ও যাহারা শরীরকে বধ করে ও জীবাত্মাকে বধ করিতে পারে না, তাহারদিগকে ভয় করিও না, কিন্তু যিনি জীবাত্মা ও শরীর উভয় নরকে নষ্ট করিতে পারেণ বরঞ্চ তাহাকে ভয় করাহ. ২১ দই চটক পক্ষী এক পয়সাতে বিক্রীত হইতেছে না কি, তথা তোমারদের পিতার অগোচরে তাহারদের একটীও ভূমির উপর পড়িবে না. ৩০ বরঞ্চ তোমারদের মভকের চুল সমস্তই গণিত আছে; ৩১ অতএব ভয় করি না, তোমরা অনেক চটক পক্ষী হইতে অধিক মূল্যবান,