পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, একাদশ অধ্যায়. - ১৬ কিন্তু এই বৰ্ত্তমান লোককে কিমেতে তুলনা করব ? সে বাজার স্থলে বৈসা ছাওয়ালেরদের ন্যায়, যে আপনারদের সখীগণের দিগকে ডাকিয়া, ১৭ কহে,আমরা তোমারদের পুতি বাঁশী বাজাইয়াছি, কিন্তু তোমরা মৃত্য করহ নাই; আমরা তোমারদের পুতি রোদন করিয়াছি, কিন্তু তোমরা বিলাপ করহ নাই. ১৮ কেননা য়ে হেন থাইতে ই কি পীতে ২ আইলেক, না, কিন্তু তাহারা বলে যে তাহার স্থানে ভূ আছে, ১৯ মনুষ্য পুত্ৰ থাইতে ং ও শীতে আলিয়াছ, ও তাহারা বলে দেথ এক ভোক্ত ও মদিরাপীয় ক, পাটওয়ারী ও পাপিলোকের বন্ধ, কিন্তু জ্ঞানট আপন সন্তানেরদের স্থানে নিদর্ণষী ঠাহরা যায়, ং • তথন যে ই নগরে তাছার আশ্চৰ্য্য কৰ্ম্ম অধিক করা গিয়াছিল, তাহারদের মন ফিরাণ না হওয়াতে তিনি তাহারদিগকে ধিকুরি করিতে লাগিলেন, ং ১ ওরে থেরাজিন ধিক তোমাকে, ওরে বাতসিদ ধিক তোমাকে, কেননা তোমারদের মধ্যে যে আশ্চর্য্য কৰ্ম্ম করা গিয়াছে, তাহা যদি সোর ও সৗদনে করা যাইত, তাহার অনেক কাল পূৰ্ব্বে চট পরিধানে ও ভয় লেপনে মন ফিরাইত; ২২ কিন্তু আমি তোমারদিগকে কছি, যে বিচারের দিবসে তোমারদের গতি হইতে সোর ও সাদনের গতি সহজ হইবে, ২৩ আর তুই রে কফরনহম যে স্বর্গ পর্যন্ত উন্নত হুইয়াছিস, লুই নরকে নওয়ান যাইবি, কেননা যে আশ্চর্য্য কৰ্ম্ম তোমাতে করাগিয়াছে, তাছা যদি সদমে করা যাইত, তবে সে আজি পৰ্যন্ত থাকিত,