পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাদশ অধ্যায় ৪ কিন্তু আমি তোমারদিগকে কছি, যে বিচারের রিসে তোমার গতি হইতে সদমের গতি সহজ হইবে, ২৫ সেই সময়ে য়িস্ত পুনশ্চ কহিতে লাগিলেন, হে পিতঃ স্বৰ্গ ও পৃথিবীর পুলু জুমি এ সকল বিষয় জ্ঞানবান ও বুদ্ধিমান লোকেরদিগ হইতে গোপন করিয়া ছাওয়ালের দিগকে প্রকাশ করিয়াছ ; এই নিমিত্তে আমি তোমার ধন্যবাদ করিতেছি. ৬ এই মত হউক পিতঃ হে, কেমন এই তোমার অভিমত, ২৭ সকল বস্তু আমার পিতা হইতে আমার স্থানে সমৰ্পিত হইয়াছে; পুত্রকে কেহ জানে ন পিতা ব্যতিরেক ; এবং পিতাকেও কেহ জানে না পুত্র ব্যতিরেক, ও সেই জন যাহার স্থানে পুত্র তাহাকে প্রকাশ করিবে: ৮ তে সকল পরিশান্ত ও ভারাত্রান্ত লোকের তোমরা আমার নিকটে আইস, ও আমি তোমারদিগকে বিশুম দিব, ২১ আমার জোয়াই ল তোমরা আপনারদের উপর ধরিয়া লও, ও আমার স্থানে শিক্ষা কর; কেননা আমি ক্ষান্তশীল ও অন্তঃকরণে নমোন, এবং তোমরা আপনারদের পুণেতে বিশুম পাইবা, ৩ • কেনন। অামার জোয়াইল সহজ, ও আমার বোঝা হালকী, দ্বাদশ অধ্যায়, সেই সময়ে য়িস্ত বিশুমবারে শস্যের ক্ষেত দিয়া গমন করিতেছিলেন; ইহাতে তাহার শিষ্যগণ ক্ষুধিত হইয়। শীষ ছিত্ত্বিয় ২ থাইতে লাগিল,