পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাদশ আধ্যায়. ং ১ অথবা কেহু পুৰল মনুষ্যের ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য সামগ্ৰী সকল লুটিয়া লইবে কি রূপে, যদি পূৰ্ব্বে সে পুবল মনুষ্যকে না বাধিয়। দেয় ; তবেই সে তাহার ঘর লুটপাট করিবে: ৩০ যে আমার সহণয়ে নয় সে অামার বিপক্ষে আছে ; ও যে আমার সঙ্গে কুড়ায় ন সে ছড়াইয়। ফেলে, ৩১ অতএব আমি তোমারদিগকে কহি, সকল প্রকার পাপ ও অপনিন্দ মনুষ্যেরদিগকে ক্ষম হইবে ; কিন্তু ধৰ্ম্মাত্মার অপনিন্দ মনুষেরদিগকে ক্ষম হইবে না. ৩ং এবং মনুষ্য পুত্রের বিপক্ষে যে কেহ এক কথা কহে, সে তাহণকে ক্ষমা করা যাইবে ; কিন্তু ধৰ্ম্মাত্মার বিরুদ্ধে যে কেহ কথা কহে, সে তাহাকে ক্ষম হইবে না, ইহ লোকেও ন পরলোকেও না. ৩৩ বৃক্ষকে সম্বফলে ভাল কর, কিম্ব বৃক্ষকে সস্বফলে মন্দ কন্ন ; কেননা বৃক্ষ স্বফলেতে জানা যায়, ৩৪ অারে সপের ছা সকল ! তোর মন্দ হইয়। কিরূপে ভাল কথা কহিতে পারিবি ! কেনন। মনের পুঞ্জী হইতে মুখ কহে, ৩৫ ভাল মনুষ্য অন্ত:করণের ভাল পুঞ্জী হইতে ভাল সামগ্ৰী বাছির করে ; এবং মন্দ মনুষ্য মন্দ পুঞ্জী হইতে মন্দ সামগ্ৰী বাহির করে, ৩৬ কিন্তু আমি তোমারদিগকে কহি, যে প্রতি অনর্থক কথা যাহা মনুষ্যেরা কহে, তাহার কারণ বিচার দিবসে তাহারদিগকে উত্তর দিতে হইবেক,