পাতা:মনোরম্য ইতিহাস.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[  ]

(কথাটি কহিলে ব্যথাটিতো যায়) তুমি প্রসন্ন হইয়া আমার সহিত আলাপ কর। সর্পের সখ্যরস পূরিত প্রিয় বাক্য এবং সদালাপ মূষিকের কর্ণকুহরে প্রবিষ্ট হইব মাত্র সে বিবেচনা করিতেছে, যে হায়, যাহার ভয়ে পলায়ন করিয়া এই সংগোপন স্থানে লুক্কায়িত হইয়াছি, বিধাতার কি আশ্চর্য্য ঘটনা তাহাকেই নিকটস্থ করিয়া একেবারে আমার সহিত প্রগাঢ়ৰূপে বদ্ধ করিয়াছেন। সে যাহা হউক ইনি যে বড়ই শ্রেষ্ঠের ন্যায় মিষ্টলৈাপ আরম্ভ করিয়াছেন, আমিও তদনুৰূপ প্রত্যুত্তর করিব। পশ্চাৎ যাহা হউক তাহাই হইবেক, কেননা (জন্ম মৃত্যু এবং বিবাহ ইহা বিধাতার লিপি) এবং এক্ষণে আমি যদি সর্পের সহিত সাহসীক হইয়া বাক্যালাপ করি, ও ইহার কথানুযায়ি বন্ধুত্ব করিতে পারি, তবে তাহাও এক অতি আশ্চর্য্য সুদৃশ্য হইবেক। কেননা (খাদ্য খাদকের এবং নাশ্য নাশকের প্রণয় অতি আশ্চর্য্য) ইহা বিবেচনা করিয়া মূষিক সম্বোধন পূর্ব্বক কহিতেছে, হে ফণিরাজ, কিজন্য তুমি আমাকে এমত সমাদর করিতেছ? সর্প কহিতেছে, আমি অগ্রে আমার