পাতা:মনোরম্য ইতিহাস.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১১ ]

ক্রমে সর্পের বন্ধু হইলাম। কিন্তু এই বন্ধুতাকে পরীক্ষা করিতে হইবেক। ইহা মনে২ বিবেচনা করিয়া কহিতেছে, হে সৰ্প বন্ধু, আমি এক্ষণে তোমার নিকট একটি প্রার্থনা করি, আপনি একবার অনুগ্রহ করিয়া আমাকে বন্ধুর ভাবে স্কন্ধে করহ, আমি তোমার স্কন্ধে আরোহণ করিতে ইচ্ছা করিয়াছি। মূষিকের এই আশ্চর্য্য বাক্য শ্রবণে সর্প একেবার শীহরিয়া উঠিল। কেননা (অমনুষ্যের বোল, আর অদিনের বাদোল, অতি অসহ্য) কিন্তু সময়ানুক্রমে ক্রোধান্বিত না হইয়া মনে২ বিবেচনা করিতেছে, হায়২ (নীচ লোকের কিঞ্চিৎ উচ্চ পদ হইলে একেবারে জগৎটাকে তুচ্ছ করে) কি আশ্চর্য্য, এই ইন্দুর আমার আহার দ্রব্য, কেবল ধৈর্য্যেই ইহার প্রাণ রক্ষা হইয়াছে। কিন্তু কি সময়ের গুণ, (বামন হইয়া চাঁদে হাত) ইহা অতি অসম্ভব যে সর্পের স্কন্ধে আরোহণ করিবার ইন্দুরের ইচ্ছা হইল। ইহাতে কেবল সময়কে ধন্যবাদ করা কর্ত্তব্য। অতএব আমার এক্ষণে আশ্চর্য্য হওয়া কর্ত্তব্য। কেননা (কূয়াতে কি পাথর পড়েচে) আমি ইহার বাক্যে রাগ না করিয়া সাম্য