পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । 霸邻 ഘഹു.................................സ് പാസ് পেটিয়টের কাগজের সহিত মিশ্রিত করিলে সেই কাগজের আপনাদিগের ক্রয় করা যন্ত্র কি অন্য পদার্থ আপনাদিগের স্বেচ্ছানুসারে বিক্রয় করিলে তদুপস্বত্ত্ব আপনাদিগের ইচ্ছামত । ব্যয় করিবেন। ৪। হিন্দু পেটিয়ট কাগজের কৰ্ম্ম চালাইবার আয় ব্যয় হিসাবাদি আপনাদিগের নিকটে আমার লইবার ক্ষমতা রহিল না । ৫ । হিন্দু পেটিয়ট কাগজ ও তাহার গুড উইল বিক্রয় করার ক্ষমতা রহিল না। ঐ কাগজ মায় গুড উইল দেশের উপকারার্থে কেহ প্রার্থনা করেন তাহ উপযুক্ত বিবেচনা করিয়া দান করিতে পারিবেন। ৬। আপনাদিগের কাহারও কোন লোকান্তর হইলে কিম্বা কেহ আপনার ইচ্ছা পূর্বক টুপ্তির ভার পরিত্যাগ করিলে যাহার উপস্থিত থাকিবেন, তাহার ইচ্ছামত পরিত্যাগ কিম্বা মৃত ট্রষ্টির পরিবর্তে তত্ত্বল্য ক্ষমতাবা অন্য টুষ্টি নিযুক্ত করিতে পারবেন। ৭ । টুষ্টির সংখ্যা তিন জনের কম ও পাঁচ জনের অধিক হইবেক না ও ট্রঃিনিয়োগের নিমিত্ত আমার মতের প্রয়োজন হইবেক না ও আমি আপনাদিগের পরিবর্বে কখন অন্য টুষ্টি নিযুক্ত ও আপনাদিগকে রহিত করিতে পারিব না। ৮। আপনার ঐক্য হইয়া সর্বদ ট্রঃি কৰ্ম্ম নির্বাহ করিবেন। আপনাদিগের মধ্যে মতের জনৈক্য হইলে টুপ্তির যেরূপ অভিপ্রায় হইবে সেই মত কাৰ্য্য নির্বাহ হইবেক ।