&: মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । ബാ handed patronage he extended to literature and to men of letters. The poor scholar, be he an old or young pundit, or an English student, always found a warm and ready friend in him.” এই ক্ষুদ্র প্রবন্ধে তাহার অসংখ্য দানের সম্পূর্ণ পরিচয় প্রদান করা অসম্ভব। কিন্তু তাহার আর একটি দানের কথা এ স্থানে লিপিবদ্ধ হওয়া উচিত । নীলকরগণের নৃশংস অত্যাচারকাহিনী তীব্র ভাষায় লিপিবদ্ধ করিতে করিতে হিন্দুপেটিয়ট সম্পাদক yহরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কোনও প্রবন্ধে দৃষ্টান্তস্বরূপ মিষ্টার আর্চিবল্ড হিলস্ নামক জনৈক নীলকর কর্তৃক হরমণি নাম্বী এক রমণীর সতীত্বহরণের কথার উল্লেখ করেন। র্তাহার চরিত্রে মিথ্যা অপবাদ আরোপিত হইয়াছে বলিয়া মিষ্টার হিলস্ ২৪ পরগণায় তদানীন্তন সদর আমীন তারকনাথ সেনের নিকট বিচারপ্রার্থী হন, এবং মানহানির জন্য ১০,০০০ দশ সহস্র মুদ্র ক্ষতিপূরণ চাহেন। অবশেষে হরিশ্চন্দ্র ক্রটি স্বীকার করিলে বিচারক কর্তৃক তিনি কেবলমাত্র মোকদ্দমার ব্যয় প্রদান করিতে আদিষ্ট হন। হরিশ্চন্দ্রের মৃত্যুর পরে এই ব্যয়-প্রদানের জন্য র্তাহার বাসগৃহখানি পৰ্য্যন্ত বিক্রীত হইতেছিল। হরিশ্চন্দ্রের অকৃত্রিম সুহৃদ, ‘বেঙ্গলী’-সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ এই সময়ে এই স্বদেশ-প্রাণ মহাত্মার পরিবারবর্গকে যাহাতে গৃহহীন হইতে না হয়, তজ্জন্য যথাসাধ্য চেষ্টা হরিশ্চন্দ্রের গৃহরক্ষা।
পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।